Advertisement

Tirupati : তিরুপতি মন্দিরে টিকিট কাটতে গিয়ে ব্যাপক হুড়োহুড়ি, ৬ জনের মৃত্যু

অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে দুর্ঘটনা। সেখানে বৈকুণ্ঠ দ্বার দর্শন টিকিট কেন্দ্রের কাছে পদদলিত হয়ে ছয় ভক্তের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকেই ভিড় ছিল দর্শনার্থীদের।

Tirupati Accident Tirupati Accident
Aajtak Bangla
  • তিরুপতি ,
  • 08 Jan 2025,
  • अपडेटेड 10:42 PM IST
  • অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে দুর্ঘটনা
  • পদদলিত হয়ে ৪ জনের মৃত্যু

অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে দুর্ঘটনা। সেখানে বৈকুণ্ঠ দ্বার দর্শন টিকিট কেন্দ্রের কাছে পদদলিত হয়ে ছয় ভক্তের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকেই ভিড় ছিল দর্শনার্থীদের। টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা। বিপত্তি হয় বৈরাগী পাটিদা পার্কে ভক্তদের সারিবদ্ধ হওয়ার অনুমতি দেওয়ার পরই। 

কয়েক হাজার দর্শনার্থী সেখানে টিকিট কাটার জন্য দাঁড়িয়েছিলেন। তখনই পদদলিত হওয়ার ঘটনা। ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বহু মানুষ একে অপরের উপর পড়ে যান। এতে ছয় জনের মৃত্যু হয়। এর মধ্যে মল্লিকা নামে এক মহিলা রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

ঘটনাস্থলে উপস্থিত তিরুপতি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, প্রায় চার হাজার ভক্ত সেখানে উপস্থিত ছিলেন। কমিটির তরফে পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও ঘটনার খোঁজ নিয়েছেন। 

এই ঘটনা নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শোকপ্রকাশ করেছেন। আহতদের চিকিৎসার বিষয়ে মুখ্যমন্ত্রী খোঁজ নেন। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধে না হয় তা দেখার জন্য সেখানে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেখানে গিয়েছেন। উদ্ধারকার্য শুরু হয়েছে। ঘটনার তদন্ত হবে বলেও জানা গিয়েছে। 


আগেই তিরুমালা তিরুপতি দেবস্থানমের এক্সিকিউটিভ অফিসার জে শ্যামলা রাও জানিয়েছিলেন ১০ থেকে ১৯ জানুয়ারি বৈকুণ্ঠ একাদশী পালিত হবে। এই কদিনের মধ্যে বৈকুণ্ঠ দ্বার দর্শনও করা যাবে। সাত লাখ ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলেও ঘোষণা করেছিলেন তিনি।

Read more!
Advertisement
Advertisement