Advertisement

Hathras Stampede: হাথরসে মৃত্যু-মিছিল, সত্‍সঙ্গ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু ৮০ পার

ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরসে। ৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর।  জখম হয়েছেন আরও অনেকে। মৃতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশু। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যু।হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যু।
Aajtak Bangla
  • হাথরস,
  • 02 Jul 2024,
  • अपडेटेड 6:27 PM IST
  • ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হল।
  • মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরসে।
  • ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরসে। ৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর।  জখম হয়েছেন আরও অনেকে। মৃতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশু। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


এই ঘটনা প্রসঙ্গে এটাহের এসএসপি রাজেশ কুমার সিং জানিয়েছেন, 'হাথরস জেলার গ্রামে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সময়ই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।'

জানা গিয়েছে, রতিভানপুর এলাকায় ভগবান শিবের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান চলচিল। সেখানেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। জখমদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশু। তাঁদের এটাহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। 

ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সংসদে ভাষণ দেওয়ার সময় হাথরসের ঘটনার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, 'হাথরসের ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। জখমদের দ্রুত আরোগ্য কামনা করছি। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্রীয় সরকার।'

এই ঘটনা প্রসঙ্গে এক মহিলা জানিয়েছেন, তিনি দর্শন করতে গিয়েছিলেন। সেখানে প্রচুর ভিড় ছিল। পদপিষ্টের ঘটনার সময় ওই মহিলা এবং তাঁর সন্তানও আটকে পড়েছিলেন। অন্য এক মহিলা তাঁর জখম মাকে নিয়ে হাসপাতালে গিয়েছেন। তাঁর কথায়, 'সৎসঙ্গ শেষ হওয়ার পরই পদপিষ্টের ঘটনা ঘটে। আমরা পাশ দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়ে যায়।'

রাজ্য পুলিশের ডিজি, দুই শীর্ষ মন্ত্রী এবং মুখ্যসচিবকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন যোগী। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে খবর। আগ্রা পুলিশের অতিরিক্ত ডিজি, আলিগড়ের কমিশনারকে নিয়ে দল তৈরি করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত করবে ওই দল। 

এই ঘটনায় দু:খপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মমতা।

Advertisement
Read more!
Advertisement
Advertisement