Advertisement

Weed in India: গাঁজায় ও শুকনো নেশায় মেতেছে লোকজন, দেশজুড়ে মদ বিক্রিতে ভাঁটা, চাঞ্চল্যকর রিপোর্ট

চলতি বছরে প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্টে দেখা গেছে যে মানুষের অ্যালকোহল সেবনে ধীরে ধীরে হ্রাস দেখা যাচ্ছে। কর্ণাটক ও কেরলের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, অ্যালকোহলের বিক্রি কমছে। বিশেষ করে গাঁজা এবং হাশিশের বিক্রি বৃদ্ধি পাওয়ায় মদের চাহিদা কিছুটা কমেছে বলে ব্যবসায়ীদের দাবি।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Nov 2025,
  • अपडेटेड 2:45 PM IST
  • মদ্যপান কমছে।
  • বাড়ছে গাঁজা সেবন।

চলতি বছরে প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্টে দেখা গেছে যে মানুষের অ্যালকোহল সেবনে ধীরে ধীরে হ্রাস দেখা যাচ্ছে। কর্ণাটক ও কেরলের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, অ্যালকোহলের বিক্রি কমছে। বিশেষ করে গাঁজা এবং হাশিশের বিক্রি বৃদ্ধি পাওয়ায় মদের চাহিদা কিছুটা কমেছে বলে ব্যবসায়ীদের দাবি।

কমছে মদ্যপান
কর্নাটকের একটি রিপোর্টে দেখা গেছে, ২০২৪ সালের তুলনায় মদের বিক্রি কিছুটা হ্রাস পেয়েছে। ২০২৪ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত রাজ্যে মদের বিক্রি ৪০.৩ মিলিয়ন ছিল, যা ২০২৪ সালে ছিল ৪০.৭ মিলিয়ন। কেরলেও গত দশ বছরে মদের বিক্রি কমেছে। NFHS-৫ অনুযায়ী, ১৫–৪৯ বছর বয়সীদের মধ্যে অ্যালকোহল সেবনের হার ২০১৫-১৬ সালের ২৯.২% থেকে কমে ২২.৪% হয়েছে।

ব্যবসায়ীদের মন্তব্য
বেঙ্গালুরু আরবান ডিস্ট্রিক্ট লিকার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লোকেশ বলেন, 'কর্নাটকে প্রতি বছর শুল্ক বৃদ্ধি পায়। বিয়ারের ওপর কর বৃদ্ধির কারণে মানুষ ধীরে ধীরে মদ্যপান কমাচ্ছে। পাশাপাশি গাঁজা ও হাশিশের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় মানুষ মদের বিকল্পে এগিয়ে যাচ্ছে।'

গবেষণায় দেখা গেছে
ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে যে গাঁজা ব্যবহারের ফলে অ্যালকোহলের প্রতি আকাঙ্ক্ষা কমে যায়। ২১-৪৪ বছর বয়সী ১৫৭ জন প্রাপ্তবয়স্কের ওপর গবেষণা করে দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত দুবার গাঁজা সেবন করত, তারা অ্যালকোহল পান কমিয়েছে। গবেষণায় দেখা গেছে, গাঁজা ধূমপানের পর অ্যালকোহল পান ২৭% কমেছে।

অন্যান্য কারণ
মদের বিক্রি কমার পেছনে শুধুই গাঁজা নয়। এর সঙ্গে শুষ্ক রাজ্যের বৃদ্ধি, মদের দোকান না থাকা, কর বৃদ্ধির মতো কারণও রয়েছে। এসব কারণে বোতলের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে।
 

 

Read more!
Advertisement
Advertisement