দিল্লির অভিজাত 'ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে' ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে আবাসনের একতলা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। অভিজাত এই আবাসনেই লোকসভা ও রাজ্যসভার বহু সাংসদ থাকেন। সংসদ ভবন থেকে দূরত্ব মাত্র ২০০ মিটার। আগুনের খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ।
এদিন দুপুর একটা কুড়ি মিনিট নাগাদ খবর পায় দমকল বাহিনী। সঙ্গে সঙ্গে ছয়টি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। কালো ধোঁয়ার চাদরে ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় মানুষ আতঙ্কে রাস্তায় ছুটে বেরিয়ে আসেন। অনেকে জানালা দিয়ে সাহায্যের জন্য আর্তি করতে থাকেন। সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তবে দমকলবাহিনীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রাণহানির খবর মেলেনি।
দিল্লির এই অঞ্চল নিরাপত্তার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। সংসদের এত কাছে এমন অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন দমকল আধিকারিকরা।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রথমে বিল্ডিংয়ের নিচতলার একটি অ্যাপার্টমেন্ট থেকে গল গল করে ধোঁয়া বের হতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই আগুন উপর দিকে ছড়িয়ে পড়তে শুরু করে।
আগুনের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে নিশ্চিতভাবে কিছু বলেননি দমকল অফিসাররা। তাঁরা জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে।
ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও ও ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পুলিশ আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে। আবাসনের অনেকে গ্রাউন্ড ফ্লোরের সামনে দাঁড়িয়ে। তাঁদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক জানিয়েছেন, আগুন বড় আকার ধারণ করার আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। কীভাবে আগুন লাগল তা তদন্তসাপেক্ষ বলে জানান তিনি।
বর্তমানে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশের বিশাল টিম। তবে ভয়ের কিছু নেই বলেই আশ্বাস দিয়েছেন দমকলবাহিনীর আধিকারিকরা।