Advertisement

Punjab Fire: পঞ্জাবে গুরুনানক হাসপাতালে আগুন, সরানো হয়েছে রোগীদের

পাঞ্জাবের অমৃতসরে গুরু নানক হাসপাতালে আগুন। ঘটনার পর এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। রোগীরা বের হতে পারছেন না। আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তথ্য অনুযায়ী, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউ বের হওয়ার সুযোগ পায়নি। রোগীদের মধ্যে হইচই পড়ে যায়।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 14 May 2022,
  • अपडेटेड 4:11 PM IST
  • পঞ্জাবে গুরুনানক হাসপাতালে আগুন
  • দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
  • জানুন বিস্তারিত তথ্য

Punjab Fire: পাঞ্জাবের অমৃতসরে গুরু নানক হাসপাতালে আগুন। ঘটনার পর এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। রোগীরা বের হতে পারছেন না। আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তথ্য অনুযায়ী, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউ বের হওয়ার সুযোগ পায়নি। রোগীদের মধ্যে হইচই পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার ব্রিগেডের দল। ফায়ার ব্রিগেডের দল আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানা গেছে।

কী করে এই দুর্ঘটনা

জানা গিয়েছে, অমৃতসরের গুরু নানক হাসপাতালের পিছনে একটি ট্রান্সফরমারে হঠাৎ আগুন লেগে যায়। তারপরে সেখান থেকে আগুনের ধোঁয়া পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে, যার ফলে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক রোগী হাসপাতালের বাইরে চলে যান। এমনকী হাসপাতালের রাস্তায় রোগীর আত্মীয়দের দৌঁড়াদড়ি করতে দেখা যায়।

হাসপাতালে এতো ধোয়া ছড়িয়ে পড়ে যে অনেক রোগী অসুস্থ বোধ করতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পঞ্জাবের দমকল মন্ত্রী হরভজন সিং। ফায়ার সার্ভিসের প্রায় ১২টি গাড়ি অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে ভবনটি সম্পূর্ণ পুড়ে গেছে। ক্যাবিনেট মন্ত্রী হরভজন সিং জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

এড়ানো গিয়েছে বিপত্তি

তবে এখনও পর্যন্ত কোনও রোগীর ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। তবে সময়মতো বেশিরভাগ রোগীকেই বের করা গিয়েছে। ফলে বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে বলে মত অনেকের। 

Read more!
Advertisement
Advertisement