জল মেপে, বুঝে, আঁটঘাট বেঁধে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। একটি দায়িত্বশীল হামলা, কোনও উস্কানিমূলক নয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি।
৭ মে মধ্যরাতে সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটিতে বিমান হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বিদেশ মন্ত্র 'অপারেশন সিঁদুর' সম্পর্কে প্রেস ব্রিফিং করেন।
এই সময়, বিদেশ সচিব বিক্রম মিস্রি এবং দুই মহিলা কমান্ডার প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হন। এর মধ্যে রয়েছেন বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং ভারতীয় সেনাবাহিনীর কর্ণেল সোফিয়া কুরেশি।
সংবাদ সম্মেলনের শুরুতে, ২০০১ সালে ভারতের সংসদ আক্রমণ, ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসবাদী হামলা, উরি, পুলওয়ামা এবং পহেলগাঁও হামলার সঙ্গে সম্পর্কিত ক্লিপিং দেখানো হয়।
বিক্রম মিস্রি বলেন, পহেলগাঁও আক্রমণ 'কাপুরুষোচিত' ছিল। জম্মু ও কাশ্মীরের শান্তি বিঘ্নিত করার জন্য এই হামলা চালানো হয়েছিল। সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল। তিনি বলেন, পহেলগাঁও হামলার তদন্তে সন্ত্রাসবাদীদের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র প্রকাশ্যে এসেছে।
তিনি বলেন, "পাকিস্তান বিশ্বজুড়ে সন্ত্রাসবাদীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে গেছে। এরা সন্ত্রাসবাদীদের শাস্তি এড়াতে সাহায্য করে।"