Advertisement

Meghalaya Assembly Election 2023: 'BSF ক্যাম্পে রেপ হয়েছে, খবর পেলাম, মেঘালয় সীমান্তে কথায় কথায় গুলি চলে,' শিলংয়ে BJP-কে টার্গেট মমতার

২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভার ভোট (Meghalaya Legislative Assembly Elections 2023(। তার আগে আজ শেষ দফার প্রচারে রাজাবালা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মেঘালয়ে ভোট প্রচারে মমতামেঘালয়ে ভোট প্রচারে মমতা
Aajtak Bangla
  • শিলং,
  • 22 Feb 2023,
  • अपडेटेड 2:26 PM IST
  • ২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভার ভোট
  • রাজাবালা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়

মেঘালয়ে ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভার ভোট (Meghalaya Legislative Assembly Elections 2023(। তার আগে আজ শেষ দফার প্রচারে রাজাবালা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। বিধানসভা ভোটের আগে এই নিয়ে তৃতীয়বার মেঘালয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সভা থেকে নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা। তাঁর আক্রমণের বেশিটাই ছিল কেন্দ্রের দিকে। বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো নিয়েও তিনি সমালোচনা করেন। পাশাপাশি প্রতিশ্রুতি দেন ক্ষমতায় এলে মেঘালয়েও বাংলার মতো সামাজিক প্রকল্প চালুর বিষয়ে উদ্যোগ নেবেন তিনি। প্রয়োজনে দল পাঠাবেন।

আরও পড়ুন

কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'মেঘালয়ে কথায় কথায় গুলি চলে। সীমান্তে গুলি চলে। এখানে তখন কেন্দ্রীয় দল আসে না। বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় দল পাঠিয়ে দেয়। এনআইরসি ও সিএএ চাপিয়ে দেয়। খবর পেলাম বিএসএফ ক্যাম্পে এক মহিলাকে রেপ করা হয়েছে।' আদানির নাম না করে এলআইসি ও স্টেট ব্যঙ্ক নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। তাঁর কথায়, 'এলআইসি, স্টেট ব্যাঙ্ক কখন বন্ধ হয়ে যাবে কেউ জানে না। এলআইসি-র কোনও ভবিষ্যত নেই।'

জনসভায় মমতার নানা প্রতিশ্রুতির পাশাপাশি রাজ্যের বর্তমান পরিষেবা নিয়েও সরব হন। বলেন, 'আস্তে আস্তে উত্তর পূর্বের সব রাজ্যে আমরা যাব। মেঘালয়ের মুখে হাসি ফোটাতে তৃণমূলকে ভোট দিন। এই সরকারকে সরিয়ে দিন। আপনাদের ট্রিন্টমেন্ট করতে গেলে কলকাতা বা গুয়াহাটি যেতে হয়। আমরা আপনাদের বন্ধু, কিন্তু কেন মেঘালয়ে ভাল মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় হবে না? লক্ষ্মীর ভান্ডার কেন হবে না? এখানে অনেক দুর্নীতি হয়। তৃণমূল আগামীদিনে বিজেপিকে হারাবে। ২৪ সালে বিজেপিকে কেন্দ্র থেকে সরাবে তৃণমূলই।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement