Advertisement

Meghalaya Honymoon Couple Case: হানিমুনেও স্বামীকে ঘনিষ্ঠ হতে দেয়নি, বিয়ের পর প্রেমিককে কী মেসেজ করেছিল সোনম?

বিয়ের ঠিক তিন দিনের মাথায় প্রেমিক রাজ কুশওয়াহাকে মেসেজ করে স্বামী রাজা রঘুবংশীকে হত্যার ষড়যন্ত্র করেছিল সোনম রঘুবংশী। ইতিমধ্যেই তাঁর ও প্রেমিকের চ্যাট উদ্ধার করেছে পুলিশ। কী উঠে এল তদন্তে?

সোনম ও তাঁর স্বামী রাজা (বাঁ দিকে), সোনমের প্রেমিক রাজ (ডান দিকে)সোনম ও তাঁর স্বামী রাজা (বাঁ দিকে), সোনমের প্রেমিক রাজ (ডান দিকে)
Aajtak Bangla
  • ভোপাল ,
  • 10 Jun 2025,
  • अपडेटेड 11:54 AM IST
  • বিয়ের ৩ দিনের মাথায় প্রেমিকের সঙ্গে স্বামীকে খুনের চক্রান্ত
  • প্রেমিক রাজকে কী মেসেজ পাঠিয়েছিল সোনম
  • স্বামীর ঘনিষ্ঠতা পছন্দ হচ্ছিল না নববধূর

মেঘালয়ের হানিমুন হত্যাকাণ্ডের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য। সোনম রঘুবংশী যাঁকে স্বামী রাজা রঘুবংশীর হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তার সম্পর্কে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিয়ের তিন দিনের মাথাতেই প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে ফেলে সে, সূত্র মারফত এমনই তথ্য পাওয়া যাচ্ছে। 

তদন্তকারীদের হাতে এসেছে প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে সোনমের চ্যাট। যেখানে সোনম লিখেছে, স্বামী তার ঘনিষ্ঠ হলে, শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে তা পছন্দ হচ্ছিল না। বিয়ের পর কোনও ভাবেই স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করেনি সে। প্রেমিক রাজকে এমনটাই জানিয়েছিল সোনম। চ্যাটেই স্বামীকে খুন করার পরিকল্পনার কথা উল্লেখ করেছিল সে। বিয়ের তিন দিনের মাথায় রাজকে পাঠানো চ্যাটেই রয়েছে রাজা রঘুবংশীকে খুনের চক্রান্তের কথা। 

এদিকে, প্রেমিক রাজ কুশওয়াহা সম্পর্কেও জানা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। সোনমের স্বামীর শেষকৃত্যেও নাকি আগাগোড়া হাজির ছিল খুনে অভিযুক্ত এই ব্যক্তি। খুনের পরও গা-ঢাকা দিয়ে নয়, বরং দুই পরিবারের কাছাকাছিই ছিল সে বলে তদন্তে উঠে এসেছে। 

প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুযায়ী, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে হত্যার ছক কষেছিল সোনম। কাজে লাগানো হয়েছিল ভাড়াটে খুনিকেও। রবিবার সোনমের খোঁজ মেলার পরই একে একে পুলিশের জালে সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা থেকে খুনে অভিযুক্ত বাকিরাও। রাজা রঘুবংশীর খুনে অভিযোগে সোনমের গ্রেফতার হওয়া ছিল তার শ্বশুরবাড়ির লোকের পক্ষে শকিং। কিন্তু এখানেই শেষ নয়, এর পর নববধূ সোনমের পুরোনো প্রেমের সম্পর্কের খবর, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে খুনের পরিকল্পনার তথ্য নাড়িয়ে দেয় গোটা রঘুবংশী পরিবারকে। রাজ কুশওয়াহার নাম ও ছবি দেখার পর রাজা রঘুবংশীর মা ও বোন দাবি করেন, রাজার শেষকৃত্যেও হাজির ছিলেন তিনি। 

ইন্দোরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী রাজা রঘুবংশীর সঙ্গে ১১ মে সাতপাকে বাঁধা পড়ে সোনম। এর পর ২০ মে মেঘালয়ে হানিমুনে যান নবদম্পতি। ২৩ তারিখ থেকে আচমকাই নিখোঁজ হন দম্পতি। বিশেষ তদন্তকারী দল দম্পতির খোঁজে অভিযানে নামলে ২ জুন ওয়েইসাওডং জলপ্রপাতের কাছে একটি গিরিখাতে মেলে রাজার ক্ষতবিক্ষত দেহ। ৪ জুন ময়নাতদন্তের পর রাজার মৃতদেহ মেঘালয় থেকে ইন্দোরে পাঠানো হয়। তখনও মেলেনি সোনমের খোঁজ। ১৭ দিন পর রবিবার উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে নববধূ সোনমের খোঁজ মেলে। জানা যায়, এই কেসে 'ভিক্টিম' নয়, সে-ই 'ভিলেন'। 

Advertisement

 

 

Read more!
Advertisement
Advertisement