Advertisement

Parliament Security Breach: সোশ্যাল মিডিয়ায় আলাপ, তারপর কীভাবে সংসদে ঢুকল ওরা?

জিরো আওয়ারের আর মাত্র পাঁচ মিনিট বাকি। হঠাৎ থরথর করে একটি শব্দে চমকে উঠলেন সাংসদরা। দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে সাংসদদের বেঞ্চের মাঝে চলে এলেন দুই যুবক। একের পর এক ডেস্ক টপকে তাঁরা এগোতে থাকলেন। ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে হাতে নিয়ে নিলেন রঙিন ধোঁয়ার ব্যাটন। ২০০১ সালে সংসদে হামলার বার্ষিকীর দিনেই এমন অঘটনে প্রশ্নের মুখে লোকসভার নিরাপত্তা। শুধু ভিতরেই নয়। এদিন সংসদের বাইরেও একইভাবে রঙিন ধোঁয়া ছড়িয়ে স্লোগানরত দুইজনকে গ্রেফতার করে পুলিশ। 

সংসদে রঙিন ধোঁয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Dec 2023,
  • अपडेटेड 5:20 PM IST
  • জিরো আওয়ারের আর মাত্র পাঁচ মিনিট বাকি। হঠাৎ থরথর করে একটি শব্দে চমকে উঠলেন সাংসদরা।
  • দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে সাংসদদের বেঞ্চের মাঝে চলে এলেন দুই যুবক। একের পর এক ডেস্ক টপকে তাঁরা এগোতে থাকলেন। ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে হাতে নিয়ে নিলেন রঙিন ধোঁয়ার ব্যাটন।
  • ২০০১ সালে সংসদে হামলার বার্ষিকীর দিনেই এমন অঘটনে প্রশ্নের মুখে লোকসভার নিরাপত্তা। শুধু ভিতরেই নয়। এদিন সংসদের বাইরেও একইভাবে রঙিন ধোঁয়া ছড়িয়ে স্লোগানরত দুইজনকে গ্রেফতার করে পুলিশ। 

জিরো আওয়ারের আর মাত্র পাঁচ মিনিট বাকি। হঠাৎ থরথর করে একটি শব্দে চমকে উঠলেন সাংসদরা। দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে সাংসদদের বেঞ্চের মাঝে চলে এলেন দুই যুবক। একের পর এক ডেস্ক টপকে তাঁরা এগোতে থাকলেন। ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে হাতে নিয়ে নিলেন রঙিন ধোঁয়ার ব্যাটন। ২০০১ সালে সংসদে হামলার বার্ষিকীর দিনেই এমন অঘটনে প্রশ্নের মুখে লোকসভার নিরাপত্তা। শুধু ভিতরেই নয়। এদিন সংসদের বাইরেও একইভাবে রঙিন ধোঁয়া ছড়িয়ে স্লোগানরত দুইজনকে গ্রেফতার করে পুলিশ। 

অভিযুক্ত চারজনকেই আটক করেছে পুলিশ। লোকসভার ভিতর থেকে ধৃত দুই যুবকের নাম সাগর ও মনোরঞ্জন। বাইরে ধৃত দুইজনের নাম নীলম ও আনমোল শিন্ডে। সূত্রের খবর, সংসদের বাইরে ও ভেতর থেকে ধৃত চার অভিযুক্ত একে অপরকে চেনেন। তাঁদের একই উদ্দেশ্য ছিল। অর্থাৎ, প্ল্যানমাফিক এই ঘটনা ঘটিয়েছেন তাঁরা। প্রাথমিক জিঞ্জাসাবাদ অনুযায়ী, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এঁদের একে অপরের সঙ্গে আলাপ হয়। আর তারপরেই এদিনের পরিকল্পনা করেন। 

সাগর শর্মা, মহীশূরের লোকসভা সদস্য প্রতাপ সিমার অতিথি হিসাবে দর্শক গ্যালারিতে এসেছিলেন। সঙ্গে ছিলেন মনোরঞ্জন। জানা গিয়েছে গুরুগ্রামে ললিত ঝা-র বাড়িতেই থেকে নিজেরা এই পরিকল্পনা আঁটেন।  

অন্যদিকে, সংসদ ভবনের বাইরের ঘটনায় দুইজনকে আটক করেছে দিল্লি পুলিশ। ধৃতদের নাম নীলম ও আনমোল শিন্ডে। ধৃত মহিলা নীলমের বয়স ৪২ বছর। তিনি হরিয়ানার হিসারের বাসিন্দা বলে জানা গিয়েছে। দ্বিতীয় অভিযুক্তের নাম আনমোল শিন্ডে। আনমোলের বাবার নাম ধনরাজ শিন্ডে। তিনি মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা। তাঁর বয়স ২৫ বছর।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement