Advertisement

Ladakh Protest: 'আরব বসন্ত, নেপাল Gen Z...' , লাদাখ হিংসায় সোনম ওয়াংচুককে দায়ী করল কেন্দ্র

হিংসায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪। ৭০ জন আহত। লাদাখ এবং কার্গিলে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) জারি করেছে প্রশাসন।

লাদাখে হিংসালাদাখে হিংসা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 12:07 AM IST
  • লাদাখে হিংসায় মৃত ৪।
  • আত্মরক্ষায় পুলিশের গুলি।
  • জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।

লেহের রাস্তায় বিক্ষোভ! বুধবার হঠাৎ করেই লাদাখের এই জেলায় ছড়িয়ে পড়ল হিংসা। দেশের অন্যতম শান্তিপূর্ণ অঞ্চলে পাথর নিক্ষেপ, পুলিশের সঙ্গে হাতাহাতি থেকে শুরু করে বিজেপি অফিসে আগুন! হিংসায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪। ৭০ জন আহত। লাদাখ এবং কার্গিলে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) জারি করেছে প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, যুবকদের উস্কানি দিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। মনে করিয়ে দিই,'থ্রি ইডিয়টস' ছবিতে তাঁর ছায়ায় নির্মিত চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান।

হিংসার পিছনে সোনম ওয়াংচুকের কী ভূমিকা? লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবি করছেন এই পরিবেশবিদ। অমিত শাহের মন্ত্রক বিবৃতি জারি করে জানাল, আরব বসন্ত এবং নেপালে জেন জি বিক্ষোভের কথা বলে উস্কানি দিয়েছেন সোনম।

লাদাখের পরিস্থিতি নিয়ে নিরন্তর আলোচনা প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে লাদাখের দাবিদাওয়া এবং সাংবিধানিক অধিকারের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও মনে করিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের মন্ত্রক জানিয়েছে, ১০ সেপ্টেম্বর অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। তাঁর দাবিগুলি ইতিমধ্যেই উচ্চতর কমিটিতে বিবেচনাধীন। লাদাখে তফসিলি উপজাতি সংরক্ষণ ৪৫% থেকে ৮৪% করেছে সরকার। কাউন্সিলগুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষণ দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে ভোটি এবং পুরগি ভাষাকে। ১,৮০০ পদে নিয়োগও শুরু হয়েছে।

মন্ত্রকের মতে, আরব বসন্ত এবং জেন জি আন্দোলনের কথা উল্লেখ করে জনতাকে উস্কানি দিয়েছেন ওয়াংচুক। হিংসার মাঝে অনশন ভেঙে নিজের গ্রামে ফিরে যান ওয়াংচুক। পরিস্থিতি শান্ত করার চেষ্টাই করেননি।

লেহতে ঠিক কী ঘটেছে? স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর, বুধবার লেহ-তে একটি রাজনৈতিক দল এবং সিইসি অফিসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। গাড়ি পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। ৩০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালায়। এর ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়। বিকেল ৪টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement