বিফ খাওয়ার সন্দেহে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হল। ২৭ অগাস্ট ঘটনাটি ঘটেছে হরিয়ানার চরখি-দাদরি জেলায়। মৃত শ্রমিকের নাম সাবির, তিনি বাংলার বাসিন্দা। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত গোরক্ষা দলের পাঁচজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ২ জন নাবালক।
একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, সাবির মালিককে ২৭ অগাস্ট খুন করা হয়। অভিযুক্তরা হল অভিষেক, মোহিত, রবিন্দর, কমলজিৎ এবং সাহিল। তারা খালি প্লাস্টিকের বোতল বিক্রির অজুহাতে সাবির মালিককে একটি দোকানে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। কিছু লোক এ বিষয়ে হস্তক্ষেপ করলে অভিযুক্তরা সাবিরকে অন্য জায়গায় নিয়ে গিয়ে আবারও মারধর করে, ফলে তাঁর মৃত্যু হয়।
সাবিক বান্ধরা গ্রামের কাছে একটি ঝুপড়িতে থাকতেন। জীবিকার জন্য বর্জ্য এবং খালি বোতল সংগ্রহ করতেন। অভিযুক্ত অভিষেক, মোহিত, রবিন্দর, কমলজিৎ এবং সাহিল সন্দেহ করেছিল যে সাবির বিফ খেয়েছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর অধীনে একটি মামলা রুজু করা হয়েছে।