পাটনার জেহানাবাদের এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিহারজুড়ে। পাটনায় যৌন সম্পর্কের সময় মৃত্যু হয়েছে এক নাবালিকা কিশোরীর। এই ঘটনায় অভিযুক্ত এক নাবালক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনা জংশনের কাছে এক বন্ধুর বাড়িতে ওই কিশোর-কিশোরী মিলিত হয়। ঘটনাস্থলে উপস্থিত থাকা বাড়ির মালিক ও এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার বিবরণ অনুযায়ী, মাসখানেক আগে জেহানাবাদে এক পরীক্ষাকেন্দ্রে পরিচয় হয় ওই কিশোর ও কিশোরীর। এরপর দু’জনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত যোগাযোগ চলতে থাকে এবং বন্ধুত্ব গাঢ় হয়। সম্প্রতি ছেলেটি পাটনায় তার এক বন্ধুর বাড়িতে কিশোরীকে নিয়ে আসে। সেখানেই দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।
স্থানীয় মহকুমা পুলিশ আধিকারিক অভিনব কুমার জানিয়েছেন, যৌন মিলনের কিছু সময় পরেই অসুস্থ হয়ে পড়ে কিশোরী। তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। কিন্তু যথাসময়ে হাসপাতালে না নিয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ছেলেটি কিশোরীর পরিবারকে জানায় যে সে অসুস্থ। কিন্তু পরিবারের সদস্যরা পৌঁছনোর আগেই কিশোরী প্রাণ হারায়। পুলিশ জানিয়েছে, মৃতার শরীর দুর্বল ছিল এবং সে পূর্ব থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
বর্তমানে অভিযুক্ত কিশোর পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনার তদন্ত চালানো হচ্ছে। পাটনার ওই বাড়ির মালিক ও কর্মচারীকেও গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
এই ঘটনা আবারও নাবালকদের মধ্যে সচেতনতা ও যৌন শিক্ষার অভাব, সামাজিক দায়িত্ববোধের ঘাটতি এবং অভিভাবকদের নজরদারির প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এনে দিল। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।