Advertisement

Mirzapur: মির্জাপুরে CRPF জওয়ানকে মারধর কাঁওয়ারিদের, রেলস্টেশনে লাথি-ঘুষি

শনিবার উত্তর প্রদেশের মির্জাপুর রেলওয়ে স্টেশনে কাঁওয়ার যাত্রায় যাওয়ার পথে কিছু যুবক এক সিআরপিএফ জওয়ানকে নির্মমভাবে মারধর করে বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও সামনে আসতেই নানা মহলে শুরু হয়েছে সমালোচনা। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ধরার জন্য টিকিট কাটতে গিয়ে জওয়ানের সঙ্গে অভব্য আচরণ করেন কাঁওয়ার যাত্রায় সামিল হওয়া কিছু যুবক।

CRPF জওয়ানকে মারCRPF জওয়ানকে মার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2025,
  • अपडेटेड 6:58 PM IST

শনিবার উত্তর প্রদেশের মির্জাপুর রেলওয়ে স্টেশনে কাঁওয়ার যাত্রায় যাওয়ার পথে কিছু যুবক এক সিআরপিএফ জওয়ানকে নির্মমভাবে মারধর করে বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও সামনে আসতেই নানা মহলে শুরু হয়েছে সমালোচনা। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ধরার জন্য টিকিট কাটতে গিয়ে জওয়ানের সঙ্গে অভব্য আচরণ করেন কাঁওয়ার যাত্রায় সামিল হওয়া কিছু যুবক। 

এই সময় কিছু কাঁওয়ারিয়ার সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়, যা পরে হিংসার রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিবাদ আরও তীব্র হলে, কাঁওয়ারিরা জওয়ানকে ঘিরে ফেলে এবং রেলস্টেশনের মেঝেতে শুইয়ে দেওয়ার পর লাথি, ঘুষি এবং থাপ্পড় দিয়ে তাকে বেধড়ক মারধর করে। জওয়ান সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন কিন্তু ভিড়ের মধ্যে থাকা কেউই তাঁকে বাঁচাতে আসেননি। উল্টে ভিডিও করতে থাকেন। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মারামারিতে জড়িত ৫ থেকে ৭ জন অভিযুক্তকে হেফাজতে নেয়। তাদের সকলের বিরুদ্ধে সরকারি কর্মচারীর উপর হামলা, অশ্লীলতা এবং শান্তি ভঙ্গের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন যে ভিডিও এবং সাক্ষীদের ভিত্তিতে অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কাঁওয়ার যাত্রায় অংশ নেওয়া যুবকদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কথা শোনা যায়। এর প্রতিবাদ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, কিছু লোক কাঁওয়ার যাত্রা সম্পর্কে মিডিয়ায় ভুল কথা বলে। কেউ কেউ কাঁওয়ারিদের সন্ত্রাসবাদী এবং দুর্বৃত্তও বলে।' তিনি জৌনপুরের ঘটনা সম্পর্কে বলেন যে 'প্রশাসন তাজিয়ার উচ্চতা নির্ধারণ করেছে। কারণ লোকেরা দাবি করেছিল যে পথে আসা তার এবং গাছ কেটে ফেলা উচিত। কিন্তু একদিনের জন্য বিদ্যুৎ কাটা যাবে না এবং গাছ কাটা যাবে না। তবুও, কিছু লোক নিয়ম ভঙ্গ করেছে এবং দুর্ঘটনা ঘটেছে।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement