Advertisement

PM Modi : 'যে কংগ্রেসের নেতার নিশ্চয়তা নেই তারা মোদীর গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলছে?' রাহুলকে বিঁধলেন মোদী

রাজ্যসভায় জবাবি ভাষণে কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নাম না করে রাহুল গান্ধীকেও বিঁধলেন প্রধানমন্ত্রী।

Narendra Modi
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 07 Feb 2024,
  • अपडेटेड 3:15 PM IST
  • রাজ্যসভায় জবাবি ভাষণে কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
  • বিভেদের রাজনীতি করছে কংগ্রেস, অভিযোগ মোদীর

রাজ্যসভায় জবাবি ভাষণে কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নাম না করে রাহুল গান্ধীকেও বিঁধলেন প্রধানমন্ত্রী। কংগ্রেস দলের নেতার কোনও গ্যারান্টি নেই, সেই দল মোদীর গ্যারান্টি নিয়ে কীভাবে প্রশ্ন তুলছে? রাজ্যসভায় মন্তব্য PM মোদীর। 

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেস ১০ বছরে দেশকে ১১ তম স্থানে নিয়ে গিয়েছিল।  আমরা ১০ বছরে ৫ নম্বরে নিয়ে এসেছি। এই কংগ্রেস এখন আমাদের অর্থনৈতিক নীতি নিয়ে প্রশ্ন তুলছে। অথচ সেই দল কোনওদিন দরিদ্রদের সংরক্ষণের কোনও ব্যবস্থা করেনি। বাবা সাহেবকে ভারতরত্ন দেয়নি। শুধু নিজের পরিবারের নামে দেশের রাস্তা ও মোড়ের নাম রেখেছে। সেই দল ও তাদের নেতা আমাদের সামাজিক ন্যায়বিচারের কথা শেখাচ্ছে। যে কংগ্রেসের নেতার কোনও নিশ্চয়তা নেই, তার নীতির কোনও নিশ্চয়তা নেই। তারা মোদীর গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলছে।'

মোদী আরও বলেন, 'যে কংগ্রেস ক্ষমতার লোভে গণতন্ত্রের শ্বাসরোধ করেছিল, যে কংগ্রেস গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলিকে বরখাস্ত করেছিল, যে কংগ্রেস দেশের সংবিধান এবং গণতন্ত্রের মর্যাদাকে বন্দী করেছিল তারা এখন গণতন্ত্র নিয়ে বক্তৃতা দিচ্ছে। AAP ভাষার নামে দেশকে ভাগ করার চেষ্টা করছে। যা উত্তর-পূর্বকে আক্রমণ ও হিংসার দিকে ঠেলে দিয়েছে।' 

প্রসঙ্গত, এদিনের বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী ফের দাবি করেন আগামী লোকসভায় ৪০০-এরও বেশি আসন পাবে NDA। লোকসভা ভাষণেও একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সেদিন তিনি বলেছিলেন, 'গোটা দেশ বলছে অব কী বার, ৪০০ পার। বিজেপি পাবে ৩৭০ আসন। আর ক্ষমতায় আসার পর ভারতের আগামী হাজার বছরের ভবিষ্যৎ সুরক্ষিত করা হবে।' 

বিরোধীদের কটাক্ষ করে বলেছিলেন,'বিরোধিরা ঠিক করেই নিয়েছে তারা বিরোধী আসনেই থাকবে। এই ব্যাপারে তাঁরা সংকল্পবদ্ধ বলে আমার মনে হয়। বিরোধিরা দশকের পর দশক উল্টোদিকে বসার সংকল্প নিয়ে ফেলেছেন। জনতা তো ভগবানের প্রতীক। আপনারা যেভাবে পরিশ্রম করছেন, আমার মনে হয় ভগবানরূপী জনতা আপনাদের দু'হাত ভরে আশীর্বাদ করবেন এবং সঠিক জায়গায় বসার ব্যবস্থা করে দেবেন।' 

Advertisement

প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের আক্রমণ করে আরও বলেছিলেন, 'বিরোধীরা আর কতদিন সমাজকে বিভক্ত করতে থাকবে। এরা দেশকে ভেঙে টুকরো টুকরো করেছে। কংগ্রেস ভালো বিরোধী হওয়ার সুযোগ পেয়েছিল। দশ বছর তো কম নয়। কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। নিজেরা বিফল হলেও অন্যদের সুযোগ দেয়নি।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement