Advertisement

Mohan Bhagwat: ৭৫ বছর বয়সে অবসর নেওয়া উচিত, বলছেন RSS প্রধান, কংগ্রেসের কটাক্ষ, 'বেচারা প্রধানমন্ত্রী'

মোহন ভাগবতের মন্তব্যে নরেন্দ্র মোদীর অবসর নিয়ে জল্পনা উস্কে গেল। রাষ্ট্রীয় সয়ং সেবক সঙ্ঘ প্রধানের বক্তব্য, '৭৫ বছর বয়স হলে বুঝতে হবে আপনার এবার থেমে যাওয়ার সময় হয়েছে।'

Aajtak Bangla
  • নাগপুুর,
  • 11 Jul 2025,
  • अपडेटेड 12:25 PM IST
  • মোহন ভাগবতের মন্তব্যে নরেন্দ্র মোদীর অবসর নিয়ে জল্পনা
  • সঙ্ঘ প্রধানের বক্তব্য, '৭৫ বছর বয়স হলে বুঝতে হবে এবার থামতে হবে'
  • আকারে ইঙ্গিতে মোদীকে সরে যাওয়ার বার্তা দিচ্ছেন ভাগবত?

'৭৫ বছর বয়সে কেউ সংবর্ধনা দিতে আসলে বুঝতে হবে অবসরের সময় হয়ে গিয়েছে।' RSS প্রধান মোহন ভাগবতের এই মন্তব্যে নানা জল্পনা শুরু হয়েছে। কাকে উদ্দেশ্য করলেন RSS প্রধান মোহন ভাগবত? বৃহস্পতিবার নাগপুরে তাঁর মুখে এহেন কথা শুনে চর্চা শুরু হয়ে গিয়েছে সঙ্ঘের অন্দরেও।

কী বলেছেন ভাগবত?

চলতি বছরের সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী। একই মাসে ৭৫ পূর্ণ করবেন রাষ্ট্রীয় সয়ং সেবক সঙ্ঘের প্রধানও। ফলে তার আগে মোহন ভাগবতের এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, সঙ্ঘের বিধান অনুযায়ী, এবছরই দায়িত্ব ছাড়তে হবে মোহন ভাগবতকে।

নাগপুরে এক অনুষ্ঠানে ভাগবত বলেছেন, 'যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।'

বিরোধী শিবিরে জল্পনা

মোহন ভগবতের মন্তব্যে উৎসাহী বিরোধীরাও। বৃহস্পতিবার সঙ্ঘ প্রধান ৭৫ বছর বয়সে অবসর নিয়ে ফের একবার প্রচ্ছন্ন ইঙ্গিত দেওয়ায় নতুন করে জলঘোলা শুরু হয়েছে। তাঁর বক্তব্য ধরেই মহারাষ্ট্রের উদ্ধব-সেনা নেতা সঞ্জয় রাউত ফের একবার মোদীর অবসর নিয়ে বিতর্কের ধুনো জ্বেলে দিয়েছেন। এর আগেও RSS এবং BJP-র গঠনকাঠামো ও সংবিধান অনুযায়ী ৭৫ বছর বয়সে অবসরের নিয়মের দৃষ্টান্ত টেনেছিলেন উদ্ধবপন্থী শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। ভাগবতের কথা সত্যিই তাৎপর্যপূর্ণ বলে দাবি করে তিনি বলেন, 'এটা মোহন ভাগবত প্রধানমন্ত্রী মোদীকেই বার্তা দিয়েছেন। মোদী হলেন সেই ব্যক্তি, যিনি লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর জোশি, যশবন্ত সিংয়ের মতো নেতাকে ৭৫ বছর বয়সে অবসর নিতে বাধ্য করেছিলেন। এখন দেখা যাক নিজের ক্ষেত্রে মোদী তা প্রয়োগ করেন কিনা।' পাশাপাশি কংগ্রেস নেতা জয়রাম রমেশের কটাক্ষ, 'বেচারা প্রধানমন্ত্রী।'

উল্লেখ্য, অমিত শাহকে একবার এই প্রশ্ন করা হয়েছিল। তিনি অবশ্য জানিয়েছিলেন, ২০২৯ সালেও প্রধানমন্ত্রী প্রার্থী হবেন নরেন্দ্র মোদীই। ফলে অবসর গ্রহণের জন্য বয়সে এই নিয়ম তাঁর ক্ষেত্রে খাটবে না। তিনি ব্যাতিক্রমী। গতবছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, ৭৫ বছর বয়সে অবসর নিতে হবে, BJP-র সংবিধানে এমন কোনও আইন নেই। সেই মতো মোদীও ৭৫ বছরে অবসর নেবেন, এমন কোনও সম্ভাবনাই নেই। ২০২৯ সাল পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী ও সক্রিয় রাজনীতিতে থাকবেন। তবে সেটাতে সঙ্ঘের যে আপত্তি থাকবে, তার ইঙ্গিত মিলে গিয়েছে মোহন ভাগবতের বৃহস্পতিবারের কথাতেই। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement