Advertisement

Monkeypox in India: দেশে আরও ১ মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ, কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য?

Monkeypox in India: বিশ্বের ৮০টি দেশে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স ভাইরাস। উদ্বেগ বাড়িয়ে দেশেও ইতিমধ্যে ৯ জন মাঙ্কিপক্সে আক্রান্ত। চিন্তা বাড়াচ্ছে দিল্লি ও কেরালা। খবর অনুযায়ী, গতকাল দিল্লিতে এক নাইজেরিয় ব্য়ক্তির শরীরে মাঙ্কিপক্সের ভাইরাস মিলেছিল। আজও এক ৩১ বছর বয়সী মহিলা মাঙ্কিপক্সে আক্রান্ত হন। সম্প্রতি তাঁর বিদেশভ্রমণের ইতিহাস রয়েছে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2022,
  • अपडेटेड 4:48 PM IST
  • বিশ্বের ৮০টি দেশে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স ভাইরাস
  • উদ্বেগ বাড়িয়ে দেশেও ইতিমধ্যে ৯ জন মাঙ্কিপক্সে আক্রান্ত
  • চিন্তা বাড়াচ্ছে দিল্লি ও কেরালা

Monkeypox in India: বিশ্বের ৮০টি দেশে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স ভাইরাস। উদ্বেগ বাড়িয়ে দেশেও ইতিমধ্যে ৯ জন মাঙ্কিপক্সে আক্রান্ত। চিন্তা বাড়াচ্ছে দিল্লি ও কেরালা। খবর অনুযায়ী, গতকাল দিল্লিতে এক নাইজেরিয় ব্য়ক্তির শরীরে মাঙ্কিপক্সের ভাইরাস মিলেছিল। আজও এক ৩১ বছর বয়সী মহিলা মাঙ্কিপক্সে আক্রান্ত হন। সম্প্রতি তাঁর বিদেশভ্রমণের ইতিহাস রয়েছে। 

মাঙ্কিপক্স প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। বিমানবন্দরে বিশেষ স্ক্রিনিং চালু করা হয়েছে। টেস্টের ওপর জোর দেওয়া হচ্ছে। 

এদিকে, মাঙ্কিপক্স নিয়ে তৎপর শহর কলকাতাও। পাশাপাশি রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিকে সমস্ত প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। আইসোলেশন বেডের ব্যবস্থা রাখার ওপর জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় একটি হাসপাতালে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সমস্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এ নিয়ে সতর্ক করা হয়েছে। 

মাঙ্কিপক্সে উপসর্গ- জ্বর, সারা গায়ে বড় বড় ফোস্কার মতো র‍্যাশ বের হয়। এই উপসর্গগুলি দেখা গেলে তাঁর নমুনা সংগ্রহের জন্য মাইক্রোবায়োলজি দফতরগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই ভাইরাসে আক্রান্তের পর গুটিবসতের মতোই চামড়া শুকোতে শুরু হয়। ত্বক শুকিয়ে খসখসে হয়ে যায়। প্রচণ্ড চুলকানি, জ্বালা হয়।

কীভাবে ছড়ায় এই ভাইরাস?

মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর যে কোনও জিনিস ব্যবহার, পোশাক থেকে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। সংক্রিত ব্যক্তিকে চুম্বন, স্পর্শ, যৌন সংস্পর্শে আসলেও এই রোগ ভয়াবহ ভাবে ছড়াতে পারে। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement