Advertisement

বড় খবর! বর্ষার পাকাপাকি বিদায়, সম্ভাব্য তারিখ জানিয়ে দিল IMD

এবছর দেশে বর্ষা এসেছে কিছুদিন আগে। যাবেও দেরিতে। মঙ্গলবার একথা জানিয়েছে মৌসম ভবন। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশ থেকে বর্ষার বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হবে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Oct 2025,
  • अपडेटेड 2:14 PM IST
  • এবছর দেশে বর্ষা এসেছে কিছুদিন আগে।
  • যাবেও দেরিতে।

এবছর দেশে বর্ষা এসেছে কিছুদিন আগে। যাবেও দেরিতে। মঙ্গলবার একথা জানিয়েছে মৌসম ভবন। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশ থেকে বর্ষার বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হবে।

সাধারণত মহারাষ্ট্র থেকে মৌসুমি বায়ুর বিদায় শুরু হয় ৫ অক্টোবরের দিকে। তবে এ বছর তা অস্বাভাবিকভাবে বিলম্বিত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এর প্রধান কারণ হলো বঙ্গোপসাগরে ঘনঘন নিম্নচাপ ও ঘূর্ণিঝড় শক্তির সৃষ্টি, যা আর্দ্রতা শোষণ করে প্রত্যাহারের প্রক্রিয়াকে ব্যাহত করেছে।

ঘূর্ণিঝড় ‘শক্তি’ই মূল কারণ
আইএমডি সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ পশ্চিমে সরে গিয়ে গুজরাটের উপকূলে পৌঁছে ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হয়। এটি মধ্য ও উত্তর-পশ্চিম ভারতে ব্যাপক বৃষ্টি ঘটানোর পাশাপাশি প্রত্যাহারের স্বাভাবিক প্রক্রিয়াকে থামিয়ে দেয়।

এরপর আবার বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হয়ে বিহার ও পূর্ব ভারতের দিকে অগ্রসর হয়, যার ফলে আরও বৃষ্টি হয় এবং বর্ষার বিদায় আরও বিলম্বিত হয়।

বর্ষা বিদায়ে বিলম্ব, শান্ত অক্টোবর
আইএমডি কর্মকর্তা অনুপম কাশ্যপী জানান, পুনেতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে খুব বেশি বৃষ্টি না হলেও, রাজ্যের যেসব অংশে বৃষ্টি হচ্ছিল সেখানে আর্দ্রতা বেশি থাকার কারণে বিদায়ের প্রক্রিয়া আটকে ছিল। তার কথায়, '৮-৯ অক্টোবরের দিকে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি ও বজ্রপাত হতে পারে, তবে বড় মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় শক্তি প্রচুর আর্দ্রতা টেনে নিয়েছে এবং মৌসুমি বাতাসের স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করেছে।' এর ফলে অক্টোবর মাস মহারাষ্ট্রে তুলনামূলকভাবে শান্ত ও শুষ্ক কেটেছে। স্বাভাবিক বৃষ্টি হয়নি।

১১ অক্টোবরের পর বর্ষা বিদায়ের সম্ভাবনা
আইএমডির প্রাক্তন জলবায়ু গবেষণা প্রধান কে.এস. হোসালিকার মতে, 'আরব সাগর ও বঙ্গোপসাগরে সক্রিয় আবহাওয়া ব্যবস্থা প্রায়ই বর্ষা বিদায়কে বিলম্বিত করে। বর্তমানে আরব সাগরে সক্রিয় ঘূর্ণিঝড় শক্তি ৭ অক্টোবরের মধ্যে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে, ফলে প্রত্যাহার প্রক্রিয়া দ্রুত এগোতে পারে।' হোসালিকার অনুমান, ১১ অক্টোবরের পর মুম্বই, পুনে ও মহারাষ্ট্রের বেশিরভাগ এলাকা থেকে বর্ষা সম্পূর্ণভাবে বিদায় নেবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement