Advertisement

Monsoon Update: দক্ষিণ বঙ্গোপসাগরে ঢুকল বর্ষা, নিকোবরে বৃষ্টি শুরু, বাংলা থেকে কত দূরে? IMD আপডেট

Monsoon in Bay of Bengal: সময়ের অনেক আগেই ঢুকছে বর্ষা। আজ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে ১৮ মে থেকে ২১ মে-র মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে। 

ঢুকল বর্ষাঢুকল বর্ষা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2025,
  • अपडेटेड 1:45 PM IST

সময়ের অনেক আগেই ঢুকছে বর্ষা। আজ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে ১৮ মে থেকে ২১ মে-র মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে। 

গত ২৪ ঘণ্টায় নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ফলে, গত ২ দিন ধরে নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলছে।

দক্ষিণ বঙ্গোপসাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের কিছু অংশে গত দু'দিন ধরে পশ্চিমা বাতাসের শক্তি এবং গভীরতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।

নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের কিছু অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিমি পর্যন্ত উঁচুতে অবস্থিত। আগামী ৩-৪ দিনের মধ্যে দক্ষিণ আরব সাগরের কিছু অংশ, মালদ্বীপ ও কোমোরিন অঞ্চল, দক্ষিণ বঙ্গোপসাগরের আরও কিছু অংশ, সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান সাগরের অবশিষ্ট অংশ এবং মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল।

কবে বঙ্গে বর্ষা ঢুকবে?
বঙ্গে সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় আজ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। ২০ মে পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি কালবৈশাখী চলবে। 

এবার আগাম বর্ষার অনুমান রয়েছে কেরলে। আগামী ২৭ মে বর্ষা ঢুকবে। ফলে বঙ্গেও সময়ের আগেই বর্ষা ঢোকার পূর্বাভাস রয়েছে।
 

Read more!
Advertisement
Advertisement