
মুম্বই পুরনিগম (BMC) নির্বাচনের ভোটগণনা শুরু হতেই স্পষ্ট ইঙ্গিত মিলছে, ক্ষমতাসীন বিজেপি–শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) জোটই এগিয়ে রয়েছে। আজ অর্থাত্ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া গণনায় প্রাথমিক প্রবণতায় বিজেপি শিবসেনা জোট ৫২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিরোধী জোট, শিবসেনা (UBT), রাজ ঠাকরের এমএনএস ও এনসিপি (শরদ পাওয়ার), ৩১টি ওয়ার্ডে লিড পেয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ৫টি ওয়ার্ডে।
কী বলছে এগজিট পোল?
গত কয়েক দশক ধরে BMC-তে আধিপত্য ছিল শিবসেনার। কিন্তু দলের বিভাজনের পর এই নির্বাচন কার্যত অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে ঠাকরে পরিবারের জন্য। নির্বাচনের আগে ঠাকরে ভাইয়েরা একজোট হলেও, মহাযুতির পক্ষ থেকে একনাথ শিন্ডের শিবসেনা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে শক্ত লড়াইয়ে নেমেছে। এগজিট পোল বলছে, এই লড়াই একতরফা হতে পারে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, ক্ষমতাসীন জোটই এগিয়ে রয়েছে। এগজিট পোলের হিসেব বলছে, বিজেপি ও শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) মিলিয়ে ২২৭টি ওয়ার্ডের মধ্যে ১৩১ থেকে ১৫১টি আসন পেতে পারে।
এখনও পর্যন্ত মুম্বই পুরনিগম নির্বাচনে মোট ৭ জন প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে শিবসেনা তিনটি আসনে জয় পেয়েছে। ওয়ার্ড নম্বর ১ থেকে রেখা যাদব জয়ী হয়েছেন। তিনি BMC-তে জয়ী হওয়া প্রথম উত্তর ভারতীয় মহিলা প্রার্থী। ওয়ার্ড নম্বর ৫১ থেকে বর্ষা টেম্বওয়ালকার এবং ওয়ার্ড নম্বর ১৬৩ থেকে শৈলা লান্ডে জয়ী হয়েছেন।
বিজেপির পক্ষ থেকে ওয়ার্ড নম্বর ২ থেকে তেজস্বিনী ঘোষালকর এবং ওয়ার্ড নম্বর ২১৪ থেকে অজিত পাটিল জয় পেয়েছেন। কংগ্রেসের হয়ে ওয়ার্ড নম্বর ১৮৩ (ধারাভি) থেকে আশাকালে জয়ী হয়ে দলের খাতা খুলেছেন। এদিকে এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী)-র প্রার্থী তথা নবাব মালিকের ভাই কাপ্তান মালিক ওয়ার্ড ১৬৫ থেকে পরাজিত হয়েছেন। তাঁকে হারিয়ে কংগ্রেসের আশরাফ আজমি জয়ী হয়েছেন।
শিবসেনা (UBT) প্রথম জয় পেয়েছে ওয়ার্ড ১৮২, দাদর থেকে। সেখানে মিলিন্দ বৈদ্য বিজেপি প্রার্থী রাজন পারকরকে পরাজিত করেছেন। অন্যদিকে ওয়ার্ড ১৬৩ থেকে শিন্ডে গোষ্ঠীর শৈলা লান্ডে জয়ী হয়েছেন। তিনি বিধায়ক দিলীপ লান্ডের স্ত্রী। তিনি UBT প্রার্থী সংগীতা সাবন্তকে হারান। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ২২৭ সদস্যের পুরনিগমে বিজেপি–শিবসেনা জোট ২৮টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। বিরোধী জোট এগিয়ে রয়েছে মাত্র ১৫টি ওয়ার্ডে। কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ২টি ওয়ার্ডে।
মালাবার হিলে বিজেপির লিড
দক্ষিণ মুম্বইয়ের মালাবার হিল এলাকায় বিজেপি প্রার্থী প্রায় ২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। ডাক ব্যালট ও প্রথম রাউন্ড গণনার পর এই লিড পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন দফতর।
কালি বিতর্কে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী
কালি বিতর্কের মাঝেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এক্স (টুইটার)-এ লিখেছেন,
“নির্বাচন কমিশন নাগরিকদের বিভ্রান্ত করছে। ভোট চুরি দেশের বিরুদ্ধে অপরাধ।”
রাহুলের দাবি, ভোট কারচুপির অভিযোগ গণতন্ত্রের উপর মানুষের আস্থা নষ্ট করছে। উল্লেখ্য, ২৯টি পুরনিগম নির্বাচনের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে কেমিক্যাল ব্যবহার করে ভোটের কালি মুছে ফেলা যাচ্ছে।
নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক নিয়ে প্রশ্ন
শিবসেনা (UBT) নেতা সঞ্জয় রাউত অভিযোগ করেছেন, মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকা সত্ত্বেও একাধিক শীর্ষ বিজেপি নেতা নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন,
'এই বৈঠকের উদ্দেশ্য কী? কমিশন আমাদের অভিযোগ শুনতে রাজি নয়।' রাউতের আরও অভিযোগ, মুম্বই শহরের একাধিক এলাকায় হাজার হাজার ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যাঁরা বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন।