Advertisement

Mumbai: মুম্বই বিমানবন্দরে হাই-অ্যালার্ট! আর একটু হলেই স্পাইসজেটের বিমান...

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে মুম্বই বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করতে হল। শুক্রবার বিকেলের ঘটনা। স্পাইসজেটের খান্ডলা-মুম্বই ফ্লাইটে সমস্যার খবর পাওয়া যায়। এর ফলে বিমানবন্দর কর্তৃপক্ষ সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Sep 2025,
  • अपडेटेड 5:28 PM IST
  • বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে মুম্বই বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করতে হল।
  • শুক্রবার বিকেলের ঘটনা।

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে মুম্বই বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করতে হল। শুক্রবার বিকেলের ঘটনা। স্পাইসজেটের খান্ডলা-মুম্বই ফ্লাইটে সমস্যার খবর পাওয়া যায়। এর ফলে বিমানবন্দর কর্তৃপক্ষ সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিকেল ৩টে ৫১ মিনিটে স্পাইসজেটের ওই বিমানটি ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (সিএসএমআইএ) জরুরি অবতরণ করে। বিমানটি রানওয়ে ২৭ নম্বরে নিরাপদে নামানো হয়। ওই সময় বিমানবন্দরজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল।

সিএসএমআইএ-র মুখপাত্র এক বিবৃতিতে জানান, 'খান্ডলা থেকে আসা ফ্লাইটটি যান্ত্রিক সমস্যার ইঙ্গিত পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বিমানটি সফলভাবে অবতরণ করেছে এবং সমস্ত যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ আছেন।'

জরুরি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে স্বাভাবিক পরিষেবা শুরু হয়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা সব সময়েই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ঘটনায় যাত্রীদের মধ্যে প্রাথমিক আতঙ্ক ছড়ালেও, দ্রুত পদক্ষেপ এবং নিরাপদ অবতরণের ফলে শেষপর্যন্ত বড় বিপদ এড়ানো গিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement