Advertisement

মুম্বইয়ে ট্র্যাকে আটকে আস্ত মনোরেল, ক্রেনে করে নামানো হল যাত্রীদের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। তার জেরে এবার উঁচু ট্র্যাকে আটকে পড়ল মনোরেল। তার মধ্যে অনেক যাত্রী ছিলেন। মঙ্গলবার সন্ধে ৬.১৫ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ক্রেনের সাহায্যে সেই ট্রেনের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়।

মুম্বইয়ে আটকে মনোরেল মুম্বইয়ে আটকে মনোরেল
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 19 Aug 2025,
  • अपडेटेड 10:36 PM IST
  • ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই
  • তার জেরে এবার উঁচু ট্র্যাকে আটকে পড়ল মনোরেল

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। তার জেরে এবার উঁচু ট্র্যাকে আটকে পড়ল মনোরেল। সেখানে অনেক যাত্রী ছিলেন। মঙ্গলবার সন্ধে ৬.১৫ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ক্রেনের সাহায্যে সেই ট্রেনের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। এদিকে এর জেরে চেম্বুর থেকে ভক্তি পার্কের মধ্যে মনোরেল পরিষেবা বিঘ্নিত হয়। 

এই দুর্ঘটনার জেরে বিদ্যুৎ ও এসি বন্ধ হয়ে যায় ট্রেনের ভিতর। ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। অনেকের শ্বাস নিতেও সমস্যা হয়। তখন বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশনের এমারজেন্সি নম্বরে ফোন করে সাহায্য চাওয়া হয়।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুম্বই দমকল বাহিনী। আসে ক্রেনও। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে উদ্ধার অভিযানে। ক্রেনের সাহায্যে উঁচু ট্র্যাকে আটকে থাকা ৫৫০ জনেরও বেশি যাত্রীকে মনোরেল থেকে নামিয়ে আনা হয়।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, মনোরেলে আটকে পড়া সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ওই ট্রেনের ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন। তবে কী কারণে দুর্ঘটনা তা নিয়ে নিশ্চিত করে এখনও কিছু জানাতে পারেননি তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

তিনি আরও জানান, মুম্বইয়ে ৬ ঘন্টায় ২০০ মিমি বৃষ্টিপাত হয়েছে। সেই কারণে অনেক এলাকা জলমগ্ন। বহু এলাকায় জল জমেছে। সেজন্য অনেকে মনোরেলে ভরসা রেখেছেন। জল নামানোর সমস্ত প্রচেষ্টা সরকার করছে বলেও জানান শিন্ডে। বলেন, 'আমরা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছি। বিএমসি কর্মকর্তারা কাজ করছেন। আমরা যে কোনও পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত। প্রশাসন সম্পূর্ণ সতর্ক।' 

মুম্বই মনোরেলের রুট চেম্বুর থেকে সন্ত গাডগে মহারাজ চক পর্যন্ত। এই পথ ২০ কিলোমিটার বিস্তৃত। এই রুটের প্রধান স্টেশনগুলি হল চেম্বুর, ওয়াডালা এবং সন্ত গাডগে মহারাজ নগর। ২০১৪ সালে মুম্বইতে মনোরেল পরিষেবা শুরু হয়। মনোরেলের ভাড়া সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বোচ্চ ৪০ টাকা। 

Read more!
Advertisement
Advertisement