Advertisement

Muzaffarnagar Shalini: হানিমুনে গিয়ে চেনা স্বামী হয়ে গেল 'আসামি', শ্বশুরবাড়ির সামনে ধর্নায় নববধূ

মুজাফফরনগরের বাসিন্দা শালিনী সাঙ্গাল, যিনি এক মাস আগে প্রণব সিংগালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, বর্তমানে তার শ্বশুরবাড়ির বাইরে ধর্নায় বসে ন্যায়বিচার চাইছেন। বিয়ের পর মধুচন্দ্রিমায় ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন এই দম্পতি।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 01 Apr 2025,
  • अपडेटेड 12:18 PM IST
  • মুজাফফরনগরের বাসিন্দা শালিনী সাঙ্গাল, যিনি এক মাস আগে প্রণব সিংগালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, বর্তমানে তার শ্বশুরবাড়ির বাইরে ধর্নায় বসে ন্যায়বিচার চাইছেন।
  • বিয়ের পর মধুচন্দ্রিমায় ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন এই দম্পতি।

মুজাফফরনগরের বাসিন্দা শালিনী সাঙ্গাল, যিনি এক মাস আগে প্রণব সিংগালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, বর্তমানে তার শ্বশুরবাড়ির বাইরে ধর্নায় বসে ন্যায়বিচার চাইছেন। বিয়ের পর মধুচন্দ্রিমায় ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন এই দম্পতি। কিন্তু সেখানে পৌঁছানোর পরই শালিনী লক্ষ্য করেন যে তাঁর স্বামী আচমকা তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন এবং ৫০ লক্ষ টাকা পণের দাবি করেন।​

শালিনীর দাবি, বালিতে থাকাকালীন স্বামী প্রণব অভিযোগ করেন যে বিয়ে এবং মধুচন্দ্রিমায় প্রচুর খরচ হয়েছে, যা পূরণ করতে শালিনীকে তার বাবার কাছ থেকে ৫০ লক্ষ টাকা এনে দিতে হবে। এই দাবি প্রত্যাখ্যান করায়, দেশে ফেরার পর শ্বশুরবাড়িতে তার প্রতি অবহেলা ও দুর্ব্যবহার শুরু হয়। শেষমেশ, হোলির দিন তাঁকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এই বলে যে, এটি রীতি। কিন্তু এরপর থেকে শ্বশুরবাড়ি থেকে আর কেউ তাঁকে নিতে আসেনি।​

নিজে ফিরে এসে শ্বশুরবাড়ির দরজায় কড়া নাড়লেও, তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরিস্থিতির প্রতিবাদে, শালিনী তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির বাইরে ধর্নায় বসেছেন। ১২ ঘণ্টা অতিবাহিত হলেও, শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি। শালিনী এবং তাঁর পরিবার হুঁশিয়ারি দিয়েছেন যে, ন্যায়বিচার না পেলে তাঁরা চরম পদক্ষেপ নিতে বাধ্য হবেন।​

এই ঘটনায় স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে তাঁরা এখনও কোনও পক্ষ থেকে লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পাওয়ার পরই তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।​

 

Read more!
Advertisement
Advertisement