নাগপুরের একটি অদ্ভুত ছবি সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি নির্মীয়মান ফ্লাইওভার একটি বাড়ির বারান্দার একেবারে গা ঘেঁষে চলে গিয়েছে। ঘটনাটি অশোক নগর এলাকার ইন্দোর-দিঘোরি করিডোর প্রকল্পের অংশ, যা তৈরি করছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI)।
এনএইচএআই-এর দাবি: বারান্দা দখলদারিত্ব
এনএইচএআই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নবিদ্ধ বারান্দাটি মূল ভবনের অনুমোদিত সীমানার বাইরে। একজন কর্মকর্তা বলেন, “ফ্লাইওভারটি বারান্দার বাইরের সীমানার মধ্যে নেই। ওই বারান্দা দখলকৃত এলাকা, আমরা ইতিমধ্যেই নাগপুর পৌর কর্পোরেশন (NMC)-কে এটি অপসারণের অনুরোধ জানিয়েছি।”
বাড়ির মালিকের বক্তব্য: বিপদের কিছু নেই
অন্যদিকে বাড়ির মালিক দাবি করেছেন, ফ্লাইওভার ভবনটিকে স্পর্শ করছে না। তিনি জানান, “এটি বারান্দার একটি অব্যবহৃত অংশ, যাকে ‘নো ম্যানস ল্যান্ড’ বলা যেতে পারে। ফ্লাইওভারটি প্রায় ১৪-১৫ ফুট উঁচুতে, তাই কারও কোনও বিপদ নেই।”
এনএমসির তদন্ত
নাগপুর পুরসভা সূত্রে জানা গেছে, ভবনটি আগে লিজে দেওয়া হয়েছিল। এখন লিজের শর্তাবলী পর্যালোচনা চলছে। কর্তৃপক্ষের বক্তব্য, নিয়ম অনুযায়ী খুব শীঘ্রই প্রাঙ্গণ খালি করা হবে।
নগর পরিকল্পনা নিয়ে প্রশ্ন
এই ঘটনা নতুন করে শহুরে অবকাঠামো প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় বড় প্রকল্প হাতে নেওয়ার আগে জমি ব্যবহার নীতি ও নকশা আরও স্বচ্ছ ও কার্যকর হওয়া প্রয়োজন।