প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর ৭৫তম জন্মদিন উদযাপন করছেন। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাতের মেহসানায় নরেন্দ্র দামোদরদাস মোদীর জন্ম হয়েছিল। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা তিনবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪ সাল থেকে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন মোদী। ব্যক্তিগত উদযাপনের পরিবর্তে জনসেবা এবং কল্যাণমূলক প্রকল্পের মধ্যে দিয়ে তাঁর জন্মদিন উদযাপনের ঐতিহ্য এই বছরও অব্যাহত রাখছেন মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে, মোদী প্রতি বছর কোনও না কোনও কল্যাণমূলক প্রকল্প বা জনকল্যাণমূলক অনুষ্ঠানের সূচনা করে তাঁর জন্মদিন উদযাপন করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন পটনায় একটি পোস্টার সকলের নজর কেড়েছে। যেখানে মোদীর মা হীরাবেনকে দুর্গা রূপে দেখান হয়েছে।
পটনায় মোদীর জন্মদিনের সকালে একটি পোস্টার নজর কেড়েছে। বিজেপি কর্মী কৃষ্ণ সিং কল্লু এই পোস্টার তৈরি করেছেন। যেখানে মোদীর মাকে দুর্গা হিসেবে দেখান হয়েছে। সিংহ হিসেবে তাঁর পায়ের কাছে রয়েছেন মোদী। আর মহিষাসুর হিসেবে দেখা যাচ্ছে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এম কে স্ট্যালিনদের।
প্রসঙ্গত, সম্প্রতি বিহারের দ্বারভাঙায় ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রা চলাকালীন কংগ্রেসের বিরুদ্ধে মোদীর মাকে অপমানের অভিযোগ ওঠে। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে শোনা যায়, বিরোধী দলের মঞ্চ থেকে বেশ কয়েকজন কর্মী মোদী ও তাঁর মাকে গালিগালাজ করছেন। ঘটনার জেরে এফআইআর দায়েরের পাশাপাশি এক যুবককে গ্রেফতারও করা হয়। এই নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রীও। মোদী বলেন, 'রাজনীতির সঙ্গে ওঁর কোনও লেনাদেনা ছিল না। তারপরেও কংগ্রেস–আরজেডির মঞ্চ থেকে আমার মাকে লক্ষ্য করে বিষাক্ত মন্তব্য করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ও হতাশার।’ এরপরেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের নাম না–করে তাঁর সংযোজন, ‘রাজপরিবারে জন্ম নেওয়া রাজপুত্ররা একজন গরিব মা ও তাঁর ছেলের লড়াইয়ের মর্ম বুঝবেন না। এঁরা তো সবাই সোনার চামচ, রুপোর চামচ মুখে দিয়ে জন্মেছেন। এঁরা মনে করেন, বিহারের ক্ষমতা তো এঁদেরই পরিবারের হাতে।’
সম্প্রতি অসমের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'ওরা আমাকে যতই গালিগালাজ করুক না কেন, আমি ভগবান শিবের ভক্ত। আমি সমস্ত বিষ গিলে নিতে পারি।'একইসঙ্গে বলেন, 'জনতা জনার্দনই আমার কাছে ভগবান। আমার ভগবানের সামনে এলে আমার হৃদয়ের আবেগ স্বাভাবিকভাবে বেরিয়ে আসে। এই ১৪০ কোটি দেশবাসী আমার মালিক, আমার পূজনীয়, আপনারাই রিমোর্ট কন্ট্রোল।'