Advertisement

Narendra Modi Donald Trump: 'আপোস করবে না ভারত, দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকব', ট্রাম্পকে বড় বার্তা মোদীর

লালকেল্লা থেকে কৃষকদের স্বার্থ রক্ষার্থে নরেন্দ্র মোদীর বার্তা যে আদতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশেই ছিল, তা কার্যত স্পষ্ট। তিনি বলেন, 'দেশের কৃষকদের স্বার্থের প্রশ্নে কোনও আপোস করবে না ভারত। অন্য দেশের উপর নির্ভরশীল হওয়া বিপর্যয়ের কারণ। আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের অবশ্যই স্বাবলম্বী হতে হবে।'

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Aug 2025,
  • अपडेटेड 2:14 PM IST
  • লালকেল্লা থেকে ডোনাল্ড ট্রাম্পকে বড় বার্তা
  • ট্যারিফ ওয়ারের মাঝেই দেশের স্বার্থ রক্ষার অঙ্গীকার মোদীর
  • প্রধানমন্ত্রী বলেন, ' কৃষকদের স্বার্থের প্রশ্নে কোনও আপোস করবে না ভারত'

দেশের কৃষকদের স্বার্থের প্রশ্নে কোনও আপোস করবে না ভারত। স্বাধীনতা দিবসের দিন এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদতে নাম না করে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বড় বার্তা দিতে চেয়েছেন। 

শুক্রবার দিল্লির লালকেল্লায় ভাষণের মাঝেই নরেন্দ্র মোদী বলেন, 'কৃষকরা দেশকে স্বয়ং-সম্পূর্ণ করে তোলেন। দেওয়ালের মতো তাঁদের জন্য দাঁড়িয়ে থাকব আমি।'

'আত্মনির্ভর ভারত' নিয়ে সরকারের উদ্যোগ মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'অন্য দেশের উপর নির্ভরশীল হওয়া বিপর্যয়ের কারণ। আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের অবশ্যই স্বাবলম্বী হতে হবে।' ‘দাম কম, দম বেশি’। ট্রাম্প-ট্যারিফের মোকাবিলায় নতুন মন্ত্র শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। ডোনাল্ড ট্রাম্পের নাম না করলেও শুল্কের মোকাবিলায় মোদীর রূপরেখা আদতে আমেরিকাকে লক্ষ্য করেই বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। প্রধানমন্ত্রীর কথায়, ‘বিশ্বে অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে। তবে অন্য দেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এখন লক্ষ্যপূরণে এগিয়ে যাওয়ার সময়।’

বিশ্ববাজারে কম দামে ভালো পণ্য তুলে ধরার কথা বলেন তিনি। মোদী বলেন, ‘এটাই ইতিহাস গড়ার সময়। এখন বিশ্বের বাজার শাসন করতে হবে। উৎপাদন খরচ কমাতে হবে। ভালো পণ্য তৈরি করে বিশ্বের বাজারে নিজেদের যোগ্যতা প্রমাণের এটাই সুযোগ।’ ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ ট্যারিফ চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সেই আবহে মোদীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।  ‘সমর্থ ভারত’ গড়ে তোলার অঙ্গীকারও করেন মোদী। তাঁর কথায়, ‘স্বাধীনতা সংগ্রামীরা যেমন স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই রকমই এখন সমর্থ ভারত গড়ে তোলার শপথ নিতে হবে আমাদের।’ কিছুটা কটাক্ষের সুরে বলেন, ‘অন্যকে ছোট করার জন্য সময় নষ্ট করা উচিত নয়। নিজেদের শক্তিশালী করার দিকে মন দিতে হবে।’ 

 

Read more!
Advertisement
Advertisement