Advertisement

Modi On West Bengal: বিহারের গঙ্গা উৎখাত করবে বাংলার জঙ্গলরাজ, হুঙ্কার মোদীর

সন্ধেয় নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বঙ্গজয়ের ঘোষণা করে দিলেন। বললেন, বাংলা জয়ের রাস্তা করে দিয়েছে বিহার।

বিহার জিতেই বাংলা জয়ের ঘোষণা মোদীরবিহার জিতেই বাংলা জয়ের ঘোষণা মোদীর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Nov 2025,
  • अपडेटेड 9:15 PM IST
  • বিহার জয় করেই মোদীর বড় বার্তা।
  • বোঝালেন এবার বাংলার পালা।

বিহারে গেরুয়া শিবিরের জয় স্পষ্ট হতেই শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা ঘোষণা করে দিয়েছিলেন, এবার পালা বাংলার। সন্ধেয় নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বঙ্গজয়ের ঘোষণা করে দিলেন। বললেন, বাংলা জয়ের রাস্তা করে দিয়েছে বিহার।

শুক্রবার বেলা গড়াতেই এনডিএর বিপুল সংখ্যক আসন নিয়ে বিহারের ক্ষমতায় ফেরা নিশ্চিত হয়ে ওঠে। আর যত বেড়েছে বিজেপির আসন সংখ্যা, পাল্লা দিয়ে বেড়েছে রাজ্য বিজেপি নেতা ও কর্মীদের উৎসাহ। মিষ্টি খাওয়ানো থেকে বাজনা- উৎসবের মেজাজ। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা জানিয়ে দেন, বিহারের পর এবার বাংলার পালা। সন্ধেয় সেই কথার অনুরণন শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহার জয়ের ভাষণের একেবারে শেষে মোদী বললেন,'পশ্চিমবঙ্গের কর্মীদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে বিহার। গঙ্গাজি বিহার দিয়ে বয়ে পৌঁছয় বাংলায়। বাংলায় বিজেপির জয়ের রাস্তা করে দিয়েছে বিহার। বাংলার ভাইবোনেদের আশ্বস্ত করছি, আপনাদের পাশে থেকে পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ উপড়ে ফেলবে বিজেপি'।

অঙ্গ ও কলিঙ্গ মানে বিহার আর ওডিশার ক্ষমতায় এখন বিজেপি। বাকি খালি বঙ্গ। ২০২১ সালে বিজেপির আশা ছিল, বাংলায় জয় সময়ের অপেক্ষা। এবার ২০২৬। স্বাভাবিকভাবেই তৃণমূল বলছে, দিল্লি বহুত দূর। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,'বাংলা ও বিহারের ইস্যু একেবারে আলাদা'। অন্যদিকে, তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন,'আমরা মাটি সইবে না। ইউপি, বিহার হইবে না। বাংলা আমার বাংলা রবে। বন্ধু আবার খেলা হবে'।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement