বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থনৈতিক দেশ হিসেবে খুব শীঘ্রই উঠে আসবে ভারত। নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে শনিবার এমনটাই উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'ভারতের অর্থনীতি মৃত' বলে উল্লেখ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি মার্কিন প্রেসিডেন্টের নাম না নিলেও তাঁর এই দাবিতে উড়িয়ে দিলেন নমো। ভারতের অর্থনীতি সঠিক রাস্তাতেই রয়েছে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর।
বিশ্বজুড়ে একাধিক দেশের উপর শুল্ক আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই টালমাটাল আবহেই তিনি বলেন, 'ভারতকে তার অর্থনৈতিক স্বার্থের ব্যাপারে সজাগ থাকতে হবে।' স্বদেশি জিনিসপত্র ব্যবহার করার উপরও জোর দেন তিনি।
রাশিয়ার থেকে ভারতের তেল এবং অস্ত্র কেনা নিয়ে আপত্তি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই সূত্র ধরেই তিনি ভারতের অর্থনীতিকে মৃত বলে উল্লেখ করেছিলেন। এদিন ঘুরিয়ে যেন তাঁকেই জবাব দেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'বিশ্বের এই অস্থির পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষার্থে যা করার তাই করছে কেন্দ্র।' তাঁর সংযোজন, 'প্রত্যেকটা দেশে নিজেদের স্বার্থ নিয়ে চলছে। ভারত এবার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে চলেছে। ফলে আমাদেরও সতর্ক থাকতে হবে। আর তা যদি ভারতের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে জড়িত হয় তবে তো আরও সজাগ থাকতে হবে।'
এই মর্মে কংগ্রেসকেও বিঁধতে ছাড়লেন না মোদী। তিনি বলেন, 'দলমত নির্বিশেষে যারা সত্যিই চান ভারত বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করুক তারা এই সময় নিজেদের ক্ষুদ্র স্বার্থ সরিয়ে রেখে স্বদেশি জিনিসপত্র ব্যবহারে জোর দিক। সেটা যে কোনও রাজনৈতিক আদর্শের দেশই হোক না কেন।'
প্রধানমন্ত্রী বলেন, 'ভারতীয়দের তৈরি জিনিসই আমরা ব্যবহার করব। আমাদের লোকালের জন্য ভোকাল হতে হবে।'