Advertisement

Narendra Modi: 'নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারল,' বিরোধী শিবিরকে নিয়ে 'ঠাট্টা' করলেন মোদী

বিরোধী শিবিরকে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। সোমবার NDA-এর সংসদীয় কমিটির বৈঠকে নরেন্দ্র মোদীর বক্তব্য, বিরোধীরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে। কেন এহেন মন্তব্য প্রধানমন্ত্রীর? রাহুল সম্পর্কেই বা কী বললেন নমো?

নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Aug 2025,
  • अपडेटेड 12:21 PM IST
  • বিরোধী শিবিরকে কটাক্ষ মোদীর
  • নিজেদের পায়ে কুড়ুল মেরেছে বলে দাবি
  • রাহুল সম্পর্কে কী মন্তব্য?

সংসদ ভবনে NDA-এর সংসদীয় কমিটির বৈঠকে বিরোধীদের উপর খড়গহস্ত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'অপারেশন সিঁদুর' নিয়ে বিতর্ক চেয়ে বিরোধী শিবির নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে বলে কটাক্ষ করেন তিনি। 

সোমবার NDA-এর সংসদীয় কমিটির বৈঠকে নরেন্দ্র মোদী বলেন, 'অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক চেয়ে বড় ভুল করে ফেলেছে বিরোধীরা। নিজেরাই হাসির খোরাকে পরিণত হল। অস্বস্তিতে পড়তে হল বিরোধীদের। এমন বিরোধী পক্ষ কোথাও দেখেছেন, যারা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারে।'

একইসঙ্গে রাহুল গান্ধীকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা নিয়েও এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'গতকাল সুপ্রিম কোর্ট যেভাবে তিরস্কার করেছে, তারপর আর কিছু হতে পারে না। আমরা আর কী বলব যখন সুপ্রিম কোর্টই এত বড় কথা বলে দিয়েছে। এটা নিজের পায়ে কুড়ুল মারা নয়, ষাড়কে আমন্ত্রণ জানানোর মতো বিপজ্জনকও বটে।' প্রসঙ্গত,  ভারতের ২০০০ কিলোমিটার জমি চিন দখল করে নিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। এই মন্তব্যে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। সোমবার এই নিয়ে কংগ্রেস সাংসদকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এ জি মসীহর ডিভিশন বেঞ্চের স্পষ্ট বক্তব্য, ‘কোনও প্রকৃত ভারতীয় এমন মন্তব্য করতে পারেন না।’ 

‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের জন্য এদিন NDA  সাংসদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবর্ধনা জানালেন। হাততালি আর হর হর মহাদেব ধ্বনিতে গমগম করছিল বৈঠকস্থল। মালা পরিয়ে সম্মান জানান রাজনাথ সিং। মনে করা হচ্ছে তেরঙা যাত্রা ও সংসদের চলতি বাদল অধিবেশনে রাজনৈতিক রণকৌশল নিয়ে দলীয় সাংসদদের বার্তা দিয়েছেন তিনি। 

 

Read more!
Advertisement
Advertisement