Advertisement

'উনি রাজনীতিকে খেলা মনে করেন না,' উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণণকেই কেন সমর্থনের আর্জি মোদীর?

সিপি রাধাকৃষ্ণণের প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী। তিনি সকল বিরোধী সাংসদকে NDA-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থনের আর্জি জানালেন। তাঁর সম্পর্কে কী বললেন নমো?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Aug 2025,
  • अपडेटेड 11:44 AM IST
  • সিপি রাধাকৃষ্ণণকে সহজ সরল মানুষ বলে উল্লেখ মোদীর
  • বিরোধীদের NDA পদপ্রার্থীকে সমর্থনের আর্জি প্রধানমন্ত্রীর
  • তবে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি নমো

NDA-এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে সমর্থন করার জন্য বিরোধীদের কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেনারেল কমিটির মাধ্যমে যাতে সর্বসম্মতিক্রমে উপরাষ্ট্রপতি নির্বাচন করা যায়, সেই আর্জি রাখেন তিনি। মঙ্গলবার মোদী এ-ও জানান, রাজনাথ সিং বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে এই মর্মে কথাও বলছেন। 

সকল রাজনৈতিক দলের সাংসদদের সিপি রাধাকৃষ্ণণকে সমর্থন করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'সিপি রাধাকৃষ্ণণ এই পদের জন্য দুর্দান্ত বাছাই। কোনও বিতর্ক নেই তাঁর জীবনে। অত্যন্ত ভদ্র-নম্র মানুষ। ওবিসি সম্প্রদায়ের একজন মাটির কাছাকাছি থাকা ব্যক্তিত্ব। খুবই সহজ সরল মানুষ এবং রাজনীতিকে খেলা মনে করেন না।'

অভিজ্ঞতা ও আনুগত্যের কারণেই কি ধনখড়ের জায়গায় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হল সিপি রাধাকৃষ্ণণকে? না কি এর নেপথ্যে রয়েছে তামিলনাড়ু তথা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে পদ্মশিবিরের সমর্থন বাড়ানোর নির্বাচনী রণকৌশল? এমনই রানা চর্চা চলছে রাজনৈতিক মহলে। তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে চার দশকেরও বেশি কাটিয়েছেন রাধাকৃষ্ণন। সংসদীয় রাজনীতিতে হাতেখড়ির আগে থেকে কাজ করেছেন RSS-এর হয়েও। ফলে RSS-কে তুষ্ট করার চেষ্টাতেও তাঁর নাম বাছাই করা হয়ে থাকতে পারে বলে মনে করছে একাংশ। 

তবে আর্জি জানানোর পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি নমো। এদিন NDA-র সংসদীয় দলের বৈঠকে তিনি সিন্ধু জলচুক্তি নিয়ে ফের একবার জওহরলাল নেহরুর সমালোচনা করেন। তিনি বলেন, 'নেহরু দেশভাগ করেন এবং তারপর জলেরও ভাগাভাগি করেন। সিন্ধু জলচুক্তিতে ৮০ শতাংশ জল পাকিস্তানকে দেওয়া হত। পরবর্তীতে নেহরু নিজের সচিবের সৌজন্যে ভুল স্বীকার করেন এবং জানান, এতে কোনও ফায়দা হচ্ছে না। এই সমঝোতা আদতে কৃষক বিরোধী ছিল।'

 

Read more!
Advertisement
Advertisement