Advertisement

Pune Highway Crash: পুনেতে ভয়াবহ দুর্ঘটনা, ৬টি গাড়িকে পিষে দিল ট্রাক; ৮ জন জীবন্ত দগ্ধ

Pune Highway Crash:প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্রেক ফেল ও অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

Aajtak Bangla
  • 13 Nov 2025,
  • अपडेटेड 11:14 PM IST

Pune Highway Crash: পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কের পাশে নাভালে ব্রিজের কাছে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতির একটি কনটেনার ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপর্যয় ঘটাল। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটির ব্রেক ফেল করায় চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। মুহূর্তের মধ্যে ট্রাকটি ৫ থেকে ১০টি গাড়িকে ধাক্কা মারে, যার মধ্যে আরেকটি বড় কনটেনার ট্রাকও ছিল।

সংঘর্ষের তীব্রতায় একটি গাড়ি দুই ট্রাকের মধ্যে আটকে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় সবকটি গাড়িতে। মুহূর্তে ভয়াবহ আগুনে পরিণত হয় গোটা এলাকা। পুলিশের সূত্রে জানা গিয়েছে, কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই গাড়ির ভিতরে আটকে পুড়ে মারা গিয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীরা। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের দ্রুত সাসুন হাসপাতাল-সহ নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্রেক ফেল ও অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাভালে ব্রিজের এই অংশটি অত্যন্ত বিপজ্জনক। আগেও একাধিকবার একই স্থানে দুর্ঘটনা ঘটেছে। তারা জানিয়েছেন, বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চলেছে, অথচ স্থায়ী সমাধান নেওয়া হচ্ছে না।

চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, “ধাক্কার শব্দে আমরা চমকে যাই। মুহূর্তে গাড়িগুলো আগুনে জ্বলে ওঠে। আগুনের তাপে কেউ কাছে যেতেও পারছিল না।”

এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলল নাভালে ব্রিজের নিরাপত্তা নিয়ে। প্রশাসনের দাবি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Read more!
Advertisement
Advertisement