Election Result Today: আজ শনিবার ২৩ নভেম্বর। একসঙ্গে গোটা দেশের একাধিক রাজ্যে আজ নির্বাচনের ফল ঘোষণা। প্রার্থী থেকে ভোটদাতা সকলেই এখন অধীর অপেক্ষায় ভোট বাক্স খোলার। মহারাষ্ট্র থেকে ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকে বিহার, রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ। শুক্রবার রাতে বিশেষ করে রাজনৈতিক দলগুলির নেতাদের চোখের পাতা এক করা দুরূহ। কারণ কয়েক ঘন্টা পরেই পরীক্ষার ফল ঘোষণা।
পশ্চিমবঙ্গে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডের পর এটাই প্রথম কোনও নির্বাচন। সেই দুর্ঘটনার পর এই নির্বাচন একটা বড় বার্তা নিয়ে আসতে পারে। তৃণমূল লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করলেও, উপ নির্বাচনে কি হবে তার ওপর আগামী বিধানসভাতে পশ্চিমবঙ্গের গতিপ্রকৃতি কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করবে এই নির্বাচনের ফলে। লোকসভায় তৃণমূল ২৯ টি আসনে জয় পায়। যেখানে বিজেপি মাত্র ১২ টি সিট জিততে পেরেছিল। এখন ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গে ৫ জেলায় ৬টি বিধানসভার আসনে উপনির্বাচন হয়েছে। যার ফল গোটা দেশের সঙ্গে শনিবার ২৩ নভেম্বর হবে।
যে ৬ টি আসনে নির্বাচন হবে তার মধ্যে ৫ টি তৃণমূল এবং একটি বিজেপির কাছে ছিল। যদিও তৃণমূলের দাবি যে তারা ছটি আসেনেই জয় পাচ্ছে। কিন্তু বিজেপিও এই উপনির্বাচন জেতার জন্য সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়েছিল। কারণ বিজেপি জানে যে এই নির্বাচনের ফল ভাল হলে তা আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে অক্সিজেন দিতে পারে।
একদিকে মহারাষ্ট্রে সরকার গড়বে কে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আসলে এবার মহারাষ্ট্রে ৬ টি বড় দল নির্বাচন লড়াই করছে। একনাথ শিন্ডের শিবসেনা, উদ্ধব ঠাকরের শিবসেনা, শরৎ পাওয়ারের এনসিপি এবং অজিত পাওয়ারের এনসিপি, এ ছাড়া দুই সর্বভারতীয় দল বিজেপি এবং কংগ্রেস রয়েছে।
কংগ্রেস নেতা ডিকে শিবকুমার দাবি করেছেন যে মহারাষ্ট্রে রিসোর্ট পলিটিক্সের প্রয়োজন নেই। বিনা রিসর্ট পলিটিক্স, সরকার তৈরি হবে এবং ইন্ডিয়া মহাজোটের পক্ষেই ফল ঘোষণা হবে। অন্যদিকে শরদ পাওয়ারের দল প্রার্থীদের নির্দেশ দিয়েছে যে গণনা শেষ হওয়া পর্যন্ত গণনা কেন্দ্রতেই থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত না সরকারি ভাবে ফল ঘোষণা হচ্ছে, ততক্ষণ জায়গা ছাড়া যাবে না।
অন্যদিকে ঝাড়খণ্ডের কথা বলতে হলে নেতাদের মধ্যে এখন হৃদকম্প শুরু হয়েছে শনিবারের ফল নিয়ে। শুক্রবার গোটা দিন এনডিএ এবং ইন্ডিয়া ব্লক নেতারা আসন নিয়ে জল্পনা শুরু করেছেন। ঝাড়খণ্ডে ২৩ নভেম্বর সকালে সূর্যোদয় ঠিক করে দেবে যে রাজ্যে হেমন্ত সোরেনের চেয়ার বজায় থাকবে, নাকি বাবুলাল মারাণ্ডি ফের ফিরবেন মসনদে। ঝাড়খন্ডে ৮১ টি আসনে পঞ্চাশের বেশি আসন এনডিএ পাবে বলে দাবি করা হচ্ছে। যদিও বিজেপির দাবিকে উড়িয়ে দিয়েছে কংগ্রেস এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চা। বিজেপির দাবিকে স্বপ্ন বলেই মনে করছেন।
অন্যদিকে কেরলের ওয়েনাড লোকসভা নির্বাচনের উপনির্বাচনেরও ফল শনিবার। এই আসনে জেতা রাহুল গান্ধী পদত্যাগ করায়, সেই জায়গাতে প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তার দিকে নজর থাকবে সবার। তিনি রাহুলের জেতা আসন ধরে রাখতে পেরেছেন কি না, এটা কংগ্রেসের কাছে প্রেস্টিজ ফাইট। কারণ প্রিয়াঙ্কা জিতলে প্রথমবার সাংসদ হবেন, আর হেরে গেলে বিরোধীরা আঙুল তোলার সুযোগ পেয়ে যাবেন।
পাশাপাশি উত্তরপ্রদেশের ফলও গুরুত্বপূর্ণ বিজেপি এবং সমাজবাদী পার্টি বলে মনে করা হচ্ছে। দুই দলই জয় নিয়ে আশাবাদী। উত্তরপ্রদেশে ৯ টি আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হবে। এই ফল আগামী ২০২৭ বিধানসভা নির্বাচনের আগে ট্রায়াল বলে মনে করা হচ্ছে। সমাজবাদী পার্টির লোকসভা নির্বাচনে পাওয়া ঐতিহাসিক জয়ের রেকর্ড উপনির্বাচনে বজায় থাকে কি না, সেই দিকেও নজর থাকবে সকলের।
অন্যদিকে রাজস্থানে দিকে নজর রয়েছে গোটা দেশের। সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো ২০২৩ এ বিধানসভা নির্বাচনের পর ১১ মাসের মধ্যে উপনির্বাচন হচ্ছে। যাতে সাতটি বিধানসভা আসনের রাজস্থানের উপনির্বাচন হয়েছে। এর মধ্যে শুধুমাত্র একটা আসনেই বিজেপি জিততে পেরেছিল। এ কারণে এই লড়াই এখন টানটান।