Advertisement

Neeraj Chopra Marriage: সোনার ছেলেকে সঙ্গী করলেন হিমানি, বিয়ের পিঁড়িতে নীরজ চোপড়া

জল্পনা ছিল বহুদিন ধরেই। অবশেষে আইবুড়ো দশা কাটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতের জ্যাভেলিন থ্রো তারকা নীরজ চোপড়া। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের বিয়ের খবর জানিয়ে সবাইকে চমকে দিয়েছেন এই অলিম্পিকজয়ী।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 19 Jan 2025,
  • अपडेटेड 11:18 PM IST
  • জল্পনা ছিল বহুদিন ধরেই। অবশেষে আইবুড়ো দশা কাটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতের জ্যাভেলিন থ্রো তারকা নীরজ চোপড়া।
  • রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের বিয়ের খবর জানিয়ে সবাইকে চমকে দিয়েছেন এই অলিম্পিকজয়ী।

জল্পনা ছিল বহুদিন ধরেই। অবশেষে আইবুড়ো দশা কাটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতের জ্যাভেলিন থ্রো তারকা নীরজ চোপড়া। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের বিয়ের খবর জানিয়ে সবাইকে চমকে দিয়েছেন এই অলিম্পিকজয়ী।

নীরজ তাঁর পোস্টে লিখেছেন, "পরিবারের সঙ্গে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম। আমাদের দুজনকে আপনারা আশীর্বাদ করুন।" সেই পোস্টে স্ত্রী হিমানির নাম উল্লেখ করে তাঁদের ছবি শেয়ার করেছেন নীরজ।

নীরজের কৃতিত্ব: অলিম্পিক থেকে বিশ্বজয়ের সফর
টোকিও অলিম্পিক্সে সোনার পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। তাঁর ৮৭.৫৮ মিটার দূরত্বের জ্যাভেলিন থ্রো ভারতের অ্যাথলেটিক্সে নতুন দিগন্তের সূচনা করেছিল। এরপর প্যারিস অলিম্পিক্সে আরও একবার দেশকে গর্বিত করেন নীরজ। ৮৯.৪৫ মিটার দূরত্বে বর্শা ছুঁড়ে রুপোর পদক জয় করেছিলেন তিনি।

প্যারিস অলিম্পিক্সের সেই ফাইনালে সোনার পদক জয় করেছিলেন পাকিস্তানের জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিম, যিনি ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুড়েছিলেন। তবু রুপোর পদক জয় করেও ভারতীয়দের মন জয় করেছিলেন নীরজ।

সম্প্রতি আমেরিকার সংবাদমাধ্যম 'ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ' নীরজ চোপড়াকে ২০২৪ সালের বিশ্বের সেরা পুরুষ অ্যাথলিট হিসেবে স্বীকৃতি দিয়েছে। একইসঙ্গে ক্যালিফোর্নিয়ার একটি পত্রিকা ২০২৪ সালের ক্রমতালিকায় নীরজকে শীর্ষস্থানে রেখেছে।

নীরজ চোপড়া বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে আনতে দ্বিধাবোধ করেন। দীর্ঘদিন ধরে তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন চললেও নীরজ কখনও এই বিষয়ে মন্তব্য করেননি। আচমকা বিয়ের ঘোষণা করে তাঁর ভক্তদের মধ্যে একধরনের চমক সৃষ্টি করেছেন তিনি।

নীরজ চোপড়ার এই সিদ্ধান্ত তাঁর ভক্তদের আনন্দিত করেছে। সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন তাঁরা। হিমানি সম্পর্কে এখনো বেশি কিছু জানা না গেলেও তাঁদের একত্রিত ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement