Advertisement

Puri Jagannath Temple: ধীরে-সুস্থে জগন্নাথদেবের দর্শন করুন, নতুন বছরে পুরীতে বড় বদল

পুরী মানেই জগন্নাথ ধাম। প্রতি দিন  লাখ লাখ ভক্ত সমাগম হয় জগন্নাথ মন্দিরে। জগন্নাথ  দর্শন ঘিরে বছরের ৩৬৫ দিনই জমজমাট থাকে এই সৈকত শহর। এবার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে চালু হচ্ছে নতুন ব্যবস্থা। জগন্নাথ দর্শনের জন্য নতুন বন্দোবস্ত চালু করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার ফলে জগন্নাথ দর্শন আরও মসৃণ হবে দর্শনার্থীদের জন্য। 

পুরীর জগন্নাথ মন্দির।পুরীর জগন্নাথ মন্দির।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2024,
  • अपडेटेड 11:47 AM IST
  • পুরী মানেই জগন্নাথ ধাম।
  • প্রতি দিন  লাখ লাখ ভক্ত সমাগম হয় জগন্নাথ মন্দিরে।
  • পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে চালু হচ্ছে নতুন ব্যবস্থা।

পুরী মানেই জগন্নাথ ধাম। প্রতি দিন  লাখ লাখ ভক্ত সমাগম হয় জগন্নাথ মন্দিরে। জগন্নাথ  দর্শন ঘিরে বছরের ৩৬৫ দিনই জমজমাট থাকে এই সৈকত শহর। এবার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে চালু হচ্ছে নতুন ব্যবস্থা। জগন্নাথ দর্শনের জন্য নতুন বন্দোবস্ত চালু করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার ফলে জগন্নাথ দর্শন আরও মসৃণ হবে দর্শনার্থীদের জন্য। 


শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের প্রধান অরবিন্দ পাঢ়ি জানিয়েছেন, বিগ্রহ দর্শন করতে গিয়ে বহু পুণ্যার্থীই সমস্যায় পড়েন। প্রচুর ভিড় হয়ে যায়। তাই জগন্নাথ দর্শন যাতে সকলে ভাল করে করতে পারেন, তার জন্য নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। 

কী এই নতুন ব্যবস্থা?

পাঢ়ি জানিয়েছেন, 'নাটমণ্ডপে আলাদা ব্যারিকেড তৈরি করা হচ্ছে। তার সঙ্গে থাকছে ব়্যাম্প সিস্টেম। বিশেষ ভাবে সক্ষমদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।' ভিড়ের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিন থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকর করা হতে পারে। 

এই কাজের জন্য মন্দিরের নিত্যকাজে কোনও সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি। অন্য দিকে, মন্দিরের রত্নভাণ্ডারের কাজও চলছে। ৩ মাসের মধ্যে  রত্নভাণ্ডার সংস্কারের কাজ শেষ করতে ডেডলাইন বেঁধে দিয়েছে এএসআই। জগন্নাথ দেবের মহাপ্রসাদ যেখানে বিতরণ করা হয়, সেই আনন্দবাজারেও বিশেষ বন্দোবস্ত তৈরি করা হবে। 

অন্য দিকে, প্রতিবছরের মতো এবারও বছরশেষে পুরীতে পর্যটকদের ঢল নেমেছে। পুরীতে পর্যটকদের মধ্যে বাঙালিদের সংখ্যাই বেশি। পুরী বাঙালিদের কাছে এক আবেগের মতো। জগন্নাথ দর্শন ও সমুদ্র উপভোগ করতে বাঙালিরা পুরীতে পা রাখেন। জগন্নাথ মন্দিরে নতুন বন্দোবস্ত চালু হলে উপকৃত হবেন পুণ্যার্থীরা। 

Read more!
Advertisement
Advertisement