Advertisement

Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলা নিয়ে তথ্য থাকলে জানান, ফোন নম্বর দিল NIA

পহেলগাঁও হামলা সংক্রান্ত কোনও রকম তথ্য, ছবি বা ভিডিয়ো থাকলে তা অবিলম্বে জানাতে সব পর্যটক, স্থানীয়দের কাছে আর্জি জানাল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। গত ২২ জুলাই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক এবং এক কাশ্মীরির মৃত্যু হয়। বুধবার মধ্যরাতে হামলার বদলা নিয়েছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।  যদিও এখনও পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। 

ফাইল চিত্র।ফাইল চিত্র।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 May 2025,
  • अपडेटेड 7:01 PM IST
  • জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক এবং এক কাশ্মীরির মৃত্যু হয়।
  • বুধবার মধ্যরাতে হামলার বদলা নিয়েছে ভারত।
  • যদিও এখনও পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। 

পহেলগাঁও হামলা সংক্রান্ত কোনও রকম তথ্য, ছবি বা ভিডিয়ো থাকলে তা অবিলম্বে জানাতে সব পর্যটক, স্থানীয়দের কাছে আর্জি জানাল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। গত ২২ জুলাই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক এবং এক কাশ্মীরির মৃত্যু হয়। বুধবার মধ্যরাতে হামলার বদলা নিয়েছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। 
যদিও এখনও পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। 

পহেলগাঁও হামলার তদন্ত চালাচ্ছে এনআইএ। ইতিমধ্যেই হামলা সংক্রান্ত বেশ কিছু ছবি, ভিডিয়ো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্ত আরও নিখুঁত ভাবে করতে আরও তথ্য চাইছে তদন্তকারী সংস্থা। 

এনআইএ-র পক্ষ থেকে বলা হয়েছে, হামলা সংক্রান্ত কোনও তথ্য জেনে থাকলে তা যেন ফোন করে জানানো হয়।  9654958816 মোবাইল নম্বর এবং 01124368800  ল্যান্ডলাইন নম্বরে ফোন করার কথা বলা হয়েছে। 

পহেলগাঁও হামলার বিভিন্ন ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই সব ছবি, ভিডিয়ো পুঙ্খাণুপুঙ্খ ভাবে খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। ইতিমধ্য়েই বেশ কয়েক জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। 
 
অন্য দিকে, বুধবার ভোররাতে পহেলগাঁও হামলার বদলা নিল ভারত। বুধবার মধ্যরাতে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। ভারতীয় সেনা বাহিনীর প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ৮০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে দাবি।

Read more!
Advertisement
Advertisement