২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উন্নয়নের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি জেলা হাসপাতালে ডে-কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে ২০০টি কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০,০০০ অতিরিক্ত আসন
এছাড়া, মেডিকেল শিক্ষার প্রসারে আগামী বছরে মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০,০০০ অতিরিক্ত আসন যুক্ত করা হবে, যা আগামী পাঁচ বছরে মোট ৭৫,০০০ আসন বৃদ্ধির লক্ষ্যের অংশ। এই উদ্যোগের মাধ্যমে দেশে চিকিৎসকদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।
এছাড়াও, ক্যান্সার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এ ছাড়া ৬টি জীবনদায়ী ওষুধের উপরে শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মলা জানান, ক্যানসার আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা
অর্থমন্ত্রী আরও ঘোষণা করেন যে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) এর আওতায় গিগ কর্মীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে, যা প্রায় ১ কোটি কর্মীকে উপকৃত করবে। এই পদক্ষেপগুলি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
চিকিৎসকদের সংখ্যাও বৃদ্ধি
এজন্য দেশে চিকিৎসকদের সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে মেডিক্যাল কলেজগুলিতে ১০ হাজার আসন বৃদ্ধি করা হচ্ছে। এতে করে আরও বেশি পড়ুয়া মেডিক্যাল পড়তে পারবেন। একই সঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে ১ কোটি কর্মীকে স্বাস্থ্য ও বিমার আওতায় আনা হবে বলেও অর্থমন্ত্রী জানান।
শনিবার সকাল ১১টা নাগাদ সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন নির্মলা। সকালে সংসদে যাওয়ার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি। বাজেট পেশের সময়ে নির্মলা বলেন, 'সবার উন্নয়নই আমাদের লক্ষ্য। বিশ্বে দ্রুত গতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি।’' এ বারের বাজেটে মধ্যবিত্তদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।