Advertisement

Nirmala Sitharaman: শিক্ষা প্রতিষ্ঠানে GST কেন কমল না? পড়ুয়ার প্রশ্নে অর্থমন্ত্রী জানালেন...

দিনে দিনে স্কুল ফি বেড়েই চলেছে। রোজকার জিনিসপত্রের দাম কমলেও স্কুল ফি-এর উপর জিএসটি এখনও কমেনি! জিএসটি সংস্কারের পর আজতকের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওই অনুষ্ঠানে এক পড়ুয়ার প্রশ্ন, জিএসটি সংস্কারে স্কুল ফি-এর উপর কেন কর কমানো হল না? অর্থমন্ত্রী ব্যাখ্যা দিলেন, শিক্ষায় কোন কোন ক্ষেত্রকে করমুক্ত রাখা হয়েছে। আর বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে সরকারের অবস্থান। 

Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Sep 2025,
  • अपडेटेड 3:52 PM IST
  • কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজতক-এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জিএসটি সংস্কার ও তার প্রভাব নিয়ে বিস্তারিত জানালেন।
  • এক পড়ুয়ার সরাসরি প্রশ্ন ছিল, জিএসটি-২.0-এ স্কুল ফি-এ কর না কমানোর কারণ কী?

দিনে দিনে স্কুল ফি বেড়েই চলেছে। রোজকার জিনিসপত্রের দাম কমলেও স্কুল ফি-এর উপর জিএসটি এখনও কমেনি! জিএসটি সংস্কারের পর আজতকের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওই অনুষ্ঠানে এক পড়ুয়ার প্রশ্ন, জিএসটি সংস্কারে স্কুল ফি-এর উপর কেন কর কমানো হল না? অর্থমন্ত্রী ব্যাখ্যা দিলেন, শিক্ষায় কোন কোন ক্ষেত্রকে করমুক্ত রাখা হয়েছে। আর বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে সরকারের অবস্থান। 

কোচিং সেন্টার ব্যবসা

অর্থমন্ত্রীর বক্তব্য, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলির ওপর কোনও কর বসানো হয়নি। যে সব প্রতিষ্ঠান ব্যবসা করে, তাদের ছাড় দেওয়া হয়নি। যেমন- কোচিং সেন্টার, টিউশন, বড় পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র। এই সব প্রতিষ্ঠানকে বাণিজ্যিক পরিষেবার আওতায় ১৮% জিএসটি ধার্য করা হয়েছে। নির্মলা মনে করিয়ে দেন, স্কুল-কলেজের ভর্তি-ফি, টিউশন-ফি, স্কুল বাস বা মিড-ডে মিলের ওপর জিএসটি নেই।

কোচিং-এ জিএসটি কতটা? 
নির্মলা উদাহরণ হিসেবে বোঝালেন, কোচিংয়ে যদি কোনও পরিবার ৫০,০০০ টাকা খরচ করে, তাতে আগের নিয়মে ১৮% জিএসটি পড়ে। যার ফলে কোচিং-ফিতে প্রায় ৯,০০০ টাকা অতিরিক্ত লাগত। 

খরচ কোথায় কমবে?
তবে নতুন জিএসটি স্ল্যাবগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের দৈনন্দিন শিক্ষা খরচে সাশ্রয় বারবারের মতো এসেছে, নতুন জিএসটি-তে অনেক স্টেশনারি ও শিক্ষা সামগ্রী শূন্য বা কম স্ল্যাবে এসেছে। নির্মলা বললেন, কপি, বই, গ্রাফ পেপার, ল্যাব নোটবুক ইত্যাদি সামগ্রীর ওপর আগে যেটা ১২% বা ১৮% ছিল, তা এখন শূন্য অথবা ৫%-এ নামানো হয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement