Advertisement

Nirmala Sitharaman: GST ইস্যুতে প্রণব মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন নির্মলা, কেন?

GST 2.0 ঘোষণার পর এই প্রথমবার আজ তক টিভিতে একান্ত সাক্ষাৎকার দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেই জিএসটি নিয়ে বলতেই গিয়েই প্রাক্তন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন। 

জিএসটি প্রসঙ্গে যা বললেন নির্মলা সীতারামন।জিএসটি প্রসঙ্গে যা বললেন নির্মলা সীতারামন।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Sep 2025,
  • अपडेटेड 3:23 PM IST
  • জিএসটি নিয়ে বলতেই গিয়েই প্রাক্তন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন।
  • অর্থমন্ত্রী বলেন, জিএসটি আসার আগে যেসব পণ্যের উপর কর প্রযোজ্য ছিল, সেগুলি জিএসটির আওতায় আনার পরও সেই একই করের কাছাকাছিই রাখা হয়েছে।

জিএসটি নিয়ে বলতে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন নির্মলা সীতারামন। আজতক টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, 'প্রাক্তন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এক দশক ধরে জিএসটি নিয়ে আলোচনা করলেও তা লাগু করতে পারেননি। দেশের কোনও রাজ্যই সেই সময়ে ভরসা পায়নি। অথচ, এখন বিজেপি সরকার জিএসটি প্রয়োগ করার পর বিরোধীরা প্রশ্ন তুলছে।'

এদিন অর্থমন্ত্রী জানান, নতুন কর কাঠামোয় ৯৯ শতাংশ জিনিসের উপর থেকেই ট্যাক্স কমানো হয়েছে। মাত্র হাতে গোনা কয়েকটি জিনিসের উপরই ৪০ শতাংশ কর আরোপ করা হয়েছে। বিভিন্ন কৃষ্টি পণ্যের ক্ষেত্রেও কর ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এরপই বিরোধীদের তীব্র আক্রমণ করে বলেন, এক সময় তারাই জিএসটি বাস্তবায়নের চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। তাঁর প্রশ্ন, 'আপনারা যখন করতে পারেননি, তখন আমরা সেই চেষ্টা করলে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন কেন?'

অর্থমন্ত্রী আরও জানান, জিএসটি প্রয়োগের আগে এবং পরে করের কাঠামো প্রায় একই রাখা হয়েছে। নতুন করে কোনও চাপ সৃষ্টি করা হয়নি। উদাহরণ দিয়ে তিনি বলেন,জিএসটি আসার আগে কোনও প্রোডাক্টে ৫ থেকে ৬ শতাংশ কর লাগত, তাহলে নতুন ব্যবস্থায় সেই পণ্যকে ৫ শতাংশ করের স্ল্যাবেই রাখা হয়েছে।

তাঁর কথায়, 'সরকারের উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষ ও কৃষকদের আর্থিক চাপ হালকা করা।' তিনি জানান, বিরোধীরা শুধু সমালোচনা করছে। অথচ, জিএসটি প্রয়োগের ফলে বহু ক্ষেত্রেই স্বচ্ছতা এসেছে। ব্যবসায়ীরা সহজে কর দিতে পারছেন। কৃষিপণ্যের উপর কর হ্রাসের ফলে কৃষকের আয় বাড়ছে।

বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, সেই সময় শুধু আলোচনাই হয়েছে। কিন্তু রাজ্যগুলির সমর্থন না পাওয়ায় তা বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার সেই সাহস দেখিয়েছে। বিরোধীদের উচিত ছিল দেশের উন্নয়নের কথা ভেবে ইতিবাচক মনোভাব দেখানো।

Read more!
Advertisement
Advertisement