বিশ্বব্যাপী সংঘাত, স্যাকশন এবং ট্যারিফ চাপের এই আবহে ভারত কখনওই নীরব দর্শক হয়ে বসে থাকতে পারে না। এমনটাই মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
শুক্রবার নয়াদিল্লিতে কৌটিল্য ইকোনমিক কনক্লেভ ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নির্মলা সীতারামন বর্তমান বিশ্বের অনিশ্চয়তার প্রসঙ্গ টেনে বলেন, 'এটি যেমন বিশ্বব্যাপী স্বার্থকে প্রভাবিত করছে, তেমনি ভারতের স্বার্থেও ঘা দিয়েছে।' তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী টানাপোড়েন এবং অর্থনৈতিক পরিবর্তন বিশ্ব বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ককে নতুন আকার দিচ্ছে।
তিনি আরও বলেন, 'বিশ্বব্যাপী বিভিন্ন বিপর্যয় সত্ত্বেও ভারত তার দৃঢ়তা প্রমাণ করেছে। এটি আমাদের শক্তিরও পরিচয় দেয়। আমাদের ধাক্কা সামলানোর ক্ষমতা যথেষ্ট দৃঢ়, আর আমাদের অর্থনৈতিক স্তরে প্রভাবও ক্রমশ বাড়ছে।' অর্থমন্ত্রী জানান, ভারতের বর্তমান সিদ্ধান্তই ভবিষ্যতে বিশ্বের মঞ্চে দেশের অবস্থান নির্ধারণ করবে। তার কথায়, 'আমাদের সিদ্ধান্তই নির্ধারণ করবে যে আমাদের স্থিতিশীলতা কেবল প্রতিরক্ষার ঢাল হয়ে থাকবে, নাকি নেতৃত্বের ভিত্তি হয়ে উঠবে। ভারতকে নিজের ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করতে হবে নিজেকেই।'
অর্থমন্ত্রীর কথায়, 'আজকের ভাঙাচোরা বিশ্ব ব্যবস্থাই হয়তো আগামী দিনে নতুন সহযোগিতার পথ দেখাবে। ইতিহাস বলে, সংকটের মধ্য দিয়েই নতুন সূচনা আসে। আন্তর্জাতিক অশান্তি ও অর্থনৈতিক টানাপড়েন ভারতকে যেমন ভঙ্গুর করে তুলতে পারে, তেমনই এগুলো ভারতের শক্তি ও সহনশীলতাকেও সামনে নিয়ে আসে। আঘাত সামলানোর ক্ষমতা আমাদের আছে। আমাদের অর্থনৈতিক অবস্থান বদলাচ্ছে।'
নির্মলার মতে, উন্নয়নশীল অর্থনীতিগুলিকে নিজেদের ভাগ্য অন্যের হাতে ছেড়ে দিলে চলবে না। তাঁর কথায়, 'আজকের বিশ্বে অন্য কোথাও নেওয়া সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করছে। তাই আমাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যেখানে সম্ভব ফলাফলের রূপরেখা তৈরি করতে হবে, আর প্রয়োজনে নিজেদের স্বাধীনতাও রক্ষা করতে হবে।’