Advertisement

Bihar Govt Job Reservation: সরকারি চাকরিতে ৩৫% মহিলা সংরক্ষণই কি বিহারে 'গেম চেঞ্জার' হবে? যা জানা জরুরি

এগিয়ে আসছে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে মহিলা ভোটারদের পরিসংখ্যান মেপেই কি কল্পতরু হলেন নীতীশ কুমার? সরকারি চাকরিতে মহিলাদের ৩৫ শতাংশ সংরক্ষণের ঘোষণা নিয়ে শুরু রাজনৈতিক হিসেবনিকেশ।

বিহারের সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণবিহারের সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণ
Aajtak Bangla
  • পটনা,
  • 08 Jul 2025,
  • अपडेटेड 2:19 PM IST
  • মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৫ শতাংশ সংরক্ষণ
  • নীতীশ কুমারের বড় এই ঘোষণার নেপথ্যে কি মহিলা ভোটারের পরিসংখ্যান?
  • ধারাবাহিক ভাবে বিহারের সমস্ত বিধানসভা নির্বাচনেই মহিলা ভোট বেশি

মহিলা সমর্থন কুড়োতে ভোটের আগে কল্পতরু হলেন নীতীশ কুমার। মঙ্গলবার বড় ঘোষণা করলেন বিহারের মহিলাদের জন্য। এবার থেকে সে রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে ৩৫ শতাংশ সংরক্ষণ থাকবে মহিলাদের জন্য। প্রতিটি ক্যাটিগরিতে, প্রতিটি পোস্টে এই সংরক্ষণের বন্দোবস্ত থাকবে বলে জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, মহিলা ভোটারদের সংখ্যা ক্রমশই বেড়েছে বিহারে। আর সেকথা মাথায় রেখেই দরাজহস্ত হলেন নীতীশ কুমার।

কী বললেন বিহারের মুখ্যমন্ত্রী

নীতীশ কুমার এদিন বলেন, 'মহিলা চাকরিপ্রার্থীদের জন্য ৩৫ শতাংশ করে সংরক্ষণ থাকবে প্রত্যেক সরকারি চাকরিতে। তবে তাঁদের অবশ্যই হতে হবে বিহারের বাসিন্দা। বিহার সরকার এবং প্রশাসনিক স্তরে আরও মহিলা প্রার্থীদের অংশগ্রহণ চাই আমরা। সে কারণেই এই সিদ্ধান্ত সরকারের।'

বিহারে মহিলা ভোটারের পরিসংখ্যান

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে বেড়েছিল মহিলা ভোটারের পরিসংখ্যান। পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৫৩ শতাংশ। মহিলা ভোটারের সংখ্যা ছিল ৫৯.৪৫ শতাংশ। 'ঘর ঘর দস্তক' এবং 'ঘর ঘর মাইকিং'-এর কারণেই মহিলা ভোটার সংখ্যা বেড়েছে বলে জানিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব অমৃতলাল মীনা।

তবে কেবল লোকসভা নির্বাচনই নয়, গত ৩ বারের বিধানসভা নির্বাচনেও মহিলা ভোটারের সংখ্যা বিহারে পুরুষ ভোটারের তুলনায় বেশি। ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারের পরিসংখ্যান ছিল ৫৯.৭ শতাংশ। পুরুষ ভোটারের পরিসংখ্যান ছিল ৫৪.৬ শতাংশ। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে বিহারে পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৫১.১ শতাংশ। মহিলা ভোটার ৬০.৪ শতাংশ। ২০১০ সালে পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৫৩.৩ শতাংশ। মহিলা ভোটারের সংখ্যা ছিল ৫৪.৫ শতাংশ।

২০১৯ লোকসভা নির্বাচনেও মহিলার তুলনায় পুরুষ ভোটারের পরিসংখ্যান কম ছিল বিহারে। মহিলা ভোটারের পরিসংখ্যান ছিল ৫৯.৬ শতাংশ। পুরুষ ভোটারের পরিসংখ্যান ছিল ৫৪.৯ শতাংশ।

অক্টোবরের মধ্যেই সম্ভবত বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে মহিলা ভোটারদের পরিসংখ্যান মেপেই কি তবে কল্পতরু হলেন নীতীশ? এটাই কি হতে চলেছে গেম চেঞ্জার? 

Advertisement

Read more!
Advertisement
Advertisement