রাহুল গান্ধীকে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরলে তাঁর কোনও সমস্যা নেই, শনিবার এমনটাই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। একইসঙ্গে তিনি যে ওই শীর্ষপদের দাবিদার নন, একথা আরও একবার জানিয়ে দেন নীতীশ।
কিছুদিন আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের (Kamal Nath) মুখেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাম শোনা যায়। তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী হবেন প্রধামন্ত্রী পদপ্রার্থী। এবার সেই ধরনের কথা শোনা গেল নীতীশ কুমারের মুখেও। এই বিষয়ে তাঁর কোন সমস্যা নেই বলেই সাফ জানিয়ে দিয়েছেন নীতীশ।
গত বছরেরই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফের মহগটবন্ধনে যোগ দেন নীতীশ কুমার। এক্ষেত্রে সমমনোভাপন্ন দলগুলিকে একজোট হওয়ার বার্তাও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, আগামী বছরই দেশে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। রাজনৈতিকমহলে অনেকেই মনে করছিলেন যে, নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করতে পারেন নীতীশ কুমার। আর তার মাঝেই নীতীশের এই মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজ্য শিক্ষা দফতরের কয়েকশো কর্মীকে নিয়োগ পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নীতীশ কুমার। আর সেখানেই একসময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি। প্রসঙ্গত, বিহারের বর্তমান মহাগটবন্ধন সরকার বারেবারেই কর্মসংস্থানের ওপের জোর দিয়েছে। তাই দিক থেকে এই নিয়োগ পত্র প্রদান বিশেষ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন - মাত্র ৩৩৩ দিনের FD-তে দুর্দান্ত সুদ, এই সরকারি ব্যাঙ্কের ধামাকা অফার