Advertisement

Bihar Politics: 'টিকিট চাই,' নীতীশের বাড়ি ঘিরে বিক্ষোভ, ওদিকে 'বিদ্রোহ' বিরোধী শিবিরেও, কী চলছে বিহারে?

এ দিন বিহারে নীতীশের বাসস্থানে গিয়ে হাজির হন একাধিক নেতা ও তাঁদের সমর্থকরা। টিকিট না পাওয়ার কারণেই এই বিক্ষোভ দেখাচ্ছেন বলে অভিযোগ।  পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নেমে পড়েছে পুলিশ। নীতীশের বাসস্থানের বাইরে দড়ি টাঙানো হয়েছে। এর মাধ্যমেই বিক্ষোভকারীদের বাড়ির বাইরে রাখতে চাইছে পুলিশ। পাশাপাশি সেখানে উপস্থিত নেতা ও কর্মীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করা হয়।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 1:30 PM IST
  • এ দিন বিহারে নীতীশের বাসস্থানে গিয়ে হাজির হন একাধিক নেতা ও তাঁদের সমর্থকরা
  • টিকিট না পাওয়ার কারণেই এই বিক্ষোভ দেখাচ্ছেন বলে অভিযোগ
  • পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নেমে পড়েছে পুলিশ

ভোট যতই সামনে আসছে, ততই বাড়ছে বিহারের রাজনৈতিক উত্তেজনা। রাজনৈতিক দলগুলির মধ্যে আসন ভাগাভাগির পাশাপাশি দলীয় প্রার্থীদের মধ্যে টিকিট বিতরণ নিয়েও একাধিক ক্ষোভ-বিক্ষোভের ঘটনা সামনে আসছে। 

এই যেমন সদ্য NDA-এর তরফে বিহারে আসন সমঝোতা বা সিট ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। এ বারের ভোট যুদ্ধে বিজেপি এবং নীতীশ কুমারের জেডিইউ লড়বে ১০১টি করে সিটে। ও দিকে চিরাগ পাশওয়ানের এলজেপি ২৯ টি, উপেন্দ্র কুশওয়াহার আরএলএম ৬টি এবং জীতেন রাম মাঞ্জির হ্যাম লড়বে ৬টি সিটে। 

আর এই ঘোষণার পর থেকেই সকলেই তলতলে নিজেদের প্রার্থীদের টিকিট দেওয়ার কাজ শুরু করে দিয়েছে তারা। আর এই কাজটা করতে গিয়েই বিপদে পড়েছে নীতীশের জনতা দল ইউনাইটেড। 

পরিস্থিতি কী? 
এ দিন বিহারে নীতীশের বাসস্থানে গিয়ে হাজির হন একাধিক নেতা ও তাঁদের সমর্থকরা। টিকিট না পাওয়ার কারণেই এই বিক্ষোভ দেখাচ্ছেন বলে অভিযোগ। 

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নেমে পড়েছে পুলিশ। নীতীশের বাসস্থানের বাইরে দড়ি টাঙানো হয়েছে। এর মাধ্যমেই বিক্ষোভকারীদের বাড়ির বাইরে রাখতে চাইছে পুলিশ। পাশাপাশি সেখানে উপস্থিত নেতা ও কর্মীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করা হয়।

যদিও পুলিশের এই কথা মানতে চাইছেন না কেউ। বরং তাঁরা সেখানেই ধর্নায় বসে পড়েছে। দেখাচ্ছেন বিক্ষোভ। এখন দেখার এই ক্ষততে ঠিক কীভাবে প্রলেপ লাগান নীতীশ। 

যদিও বিজেপি বা অন্য জোট শরিকদের মধ্যে এখনও প্রার্থী বাছাই নিয়ে তেমন কোনও সমস্যা নেই বলেই শোনা গিয়েছে। 

India জোট নিয়েও চলছে সমস্যা
ভোট ঘোষণা হওয়ার পরও লালু-তেজস্বীর রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেসের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে দড়ি টানাটানি চলছে। 

কংগ্রেস প্রাথমিকভাবে ৭০টি আসন দাবি করেছিল। তাঁরা ৬১-৬৩-এর কমে কিছুতেই মীমাংসা করতে চাইছে না। তবে, ২০২২ সালে কংগ্রেসের দুর্বল ফলাফল করায় আরজেডি এই দাবি মানতে নারাজ। আর এখনও এই বিষয়ে কোনও সমাধান সূত্র বেরয়নি। যার ফলে আপাতত ঘরের অন্দরেই মহাগঠবন্ধনের গরম পরিস্থিতি। 

Advertisement

আর এমন অবস্থাতেই কংগ্রেসের জন্য অপেক্ষা না করেই নিজের দলের প্রার্থীদের টিকিট দিতে শুরু করেন লালু প্রসাদ যাদব বলে খবর। যদিও তাঁকে এই কাজে বাধা দেন ছেলে তেজস্বী যাদব। তার ফলেই আপাতত প্রার্থীদের টিকিট দিচ্ছেন না বলে খবর।

ও দিকে ঘর গোছাচ্ছে কংগ্রেস
জোটের টানাপোড়েনের মাঝেই নিজেদের সম্ভাব্যা সিটে প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে নামিয়ে এনেছে কংগ্রেস। 

এখন দেখার নভেম্বর ৬ এবং নভেম্বর ১১-এর ভোটের আগে কীভাবে কে ঘর সাজায়।

 

Read more!
Advertisement
Advertisement