'গত ১০ বছরে এই প্রথমবার, কোনও সংসদ অধিবেশনের আগে বিদেশ থেকে কোনও উষ্কানি এল না', শুক্রবার বাজেট অধিবেশন শুরুর আগেই বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেন, 'সম্ভবত ২০১৪ সালের পর থেকে এটিই সংসদের প্রথম অধিবেশন যেখানে একদিন আগে বিদেশ থেকে আগুন লাগানোর চেষ্টা করা হল না।'
তিনি বলেন, 'আমি গত ১০ বছর ধরে লক্ষ্য করছি, প্রতি সেশনের আগে, কিছু লোক দুষ্টুমি করার জন্য রেডি থাকে। এসব করার মতো লোকের অভাব নেই।'
'এবারেই প্রথমবার এমন কোনও চেষ্টা করা হল না,' নাম না করেই বিরোধীদের আঘাত করেন মোদী।
আজ বাজেট অধিবেশনের শুরুতে সংসদে অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১ ফেব্রুয়ারি মোদী 3.0 সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। তার আগে এদিন সংবাদমাধ্যম তথা দেশের উদ্দেশে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বাজেট অধিবেশনের শুরুতেই, প্রধানমন্ত্রী দেবী লক্ষ্মীর স্মরণ করেন। তিনি বলেন, 'দেবী এই দেশের দরিদ্র ও মধ্যবিত্তদের আশীর্বাদ করুন।'
এদিন সংসদের বাইরে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'দেশের মানুষ আমাকে তৃতীয়বারের মতো এই দায়িত্ব দিয়েছেন। এটি আমার তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আমি পূর্ণ দৃঢ়তার সঙ্গে এটি বলতে পারি যে, ২০৪৭ সালে, যখন ভারত স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে… তখন আমাদের দেশ 'বিকশিত' হয়ে উঠবে, আর এই বাজেট সেই শক্তি প্রদান করবে। ১৪০ কোটি ভারতীয় তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সংকল্প বাস্তবায়িত করবে।'