বিমার উপর থেকে GST প্রত্যাহারের ঘোষণাকে মমতা বন্দ্যোপাধ্যায়েরপ জয় হিসেবেই দেখছে তৃণমূল কংগ্রেস। মহুয়া মৈত্র থেকে কুণাল ঘোষ, সকলেই এক্স পোস্ট করে স্মরণ করিয়ে দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রীই দীর্ঘদিন ধরে বিমার উপর থেকে GST প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন।
GST কাউন্সিলের প্রথম দিনের বৈঠক শেষেই বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, এবার থেকে স্বাস্থ্য বিমা ও জীবন বিমার প্রিমিয়ামে তুলে দেওয়া হচ্ছে GST। এর আগে ১৮% GST ছিল প্রিমিয়ামের উপরে।
নির্মলা সীতারামন বলেছেন, ‘সব ব্যক্তিগত জীবন বিমা পলিসি, সেটা টার্ম লাইফ হোক বা ইউলিপ কিংবা এনডাউমেন্ট পলিসি, GST মকুব করা হচ্ছে সবক্ষেত্রেই। সাধারণ মানুষের জন্য বিমা আরও সস্তা করার জন্য এবং আরও বেশি দেশবাসীকে বিমার আওতায় নিয়ে আসার জন্য এই পদক্ষেপ।’ সব ধরনের ব্যক্তিগত স্বাস্থ্য বিমার প্রিমিয়ামেও GST মকুব করার কথা উল্লেখ করেছেন তিনি। ফ্যামিলি ফ্লোটার পলিসি, সিনিয়র সিটিজেন পলিসির ক্ষেত্রেও GST শূন্য করা হল।
কত করে দিতে হবে প্রিমিয়াম?
কাউকে যদি ১০ হাজার টাকা বার্ষিক প্রিমিয়াম দিতে হত তবে তার সঙ্গে আরও ১৮০০ টাকা দিতে হত GST চার্জ হিসেবে। প্রিমিয়ামের অঙ্ক সেখানে বেড়ে দাঁড়াত ১১ হাজার ৮০০ টাকা। তবে GST শূন্য হওয়ার পর এই বোঝা কমে যাবে। এবার ১০ হাজার টাকা বার্ষিক প্রিমিয়াম হলে সেটিই কেবলমাত্র দিতে হবে। আর কোনও বাড়তি চার্জ লাগবে না। আগামী ২২ সেপ্টেম্বর নবরাত্রীর প্রথম দিন অর্থাৎ মহালয়ার পরদিন দেবীপক্ষের শুরুতেই লাগু হবে এই শূন্য GST।
মমতার জয় দেখছে তৃণমূল
উল্লেখ্য, স্বাস্থ্যবিমার উপর থেকে GST প্রত্যাহারের আর্জি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই GST কাউন্সিলের এই ঘোষণায় মমতা বন্দ্যোপাধ্যায়েরই জয় দেখছে তৃণমূল। তাদের অফিশিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে, 'সাধারণ মানুষের জয়। যে শাসকদলকে চাপ না দিলে কর্ণপাত করে না, সেই বধির শাসনব্যবস্থার থেকে এই জয় ছিনিয়ে আনা হয়েছে। প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সতর্ক করেছিলেন, জীবন ও স্বাস্থ্যবিমায় GST চাপানো নিষ্ঠুরতা। এটা মানবতাবিরোধী কাজ। সাধারণ মানুষ এই কারণে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারছেন না। বিপদের সময়ে তারা আর্থিক দুরবস্থার শিকার হচ্ছেন। অবশেষে চাপের কাছে মাথা নত করল মোদী সরকার। এই GST প্রত্যাহারের সিদ্ধান্তই তার প্রমাণ। জনবিরোধী এমন যে কোনও সিদ্ধান্তের বিরোধিতা করব আমরা। সেটা সংসদ হোক, রাস্তা হোক বা মানুষের মাঝেই হোক।'
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, '২০২৪ সালের ২ অগাস্ট দিদি চিঠি লিখেছিলেন নির্মলা সীতারামনকে। স্বাস্থ্য ও জীবনবিমা থেকে ১৮% GST প্রত্যাহার করার আর্জি জানিয়েছিলেন। বন্ধু ডোনল্ড ট্রাম্পের থেকে ৫০% শুল্কের গুঁতো খেয়ে অবশেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই পদক্ষেপ নিলেন।' কুণাল ঘোষের কথায়, 'মুখ্যমন্ত্রীর দাবি ছিল জীবনবিমা, স্বাস্থ্যবিমায় ১৮% GST চলবে না। মানতে হল কেন্দ্রকে।'