Advertisement

ভ্যাকসিন নিলে তবেই কেনা যাবে মদ! নির্দেশ উত্তরপ্রদেশে

'ভ্যাকসিন নাও, মদ কেনো।' এই নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের এটাওয়া জেলা প্রশাসন।

মদের দোকান
Aajtak Bangla
  • উত্তরপ্রদেশ ,
  • 30 May 2021,
  • अपडेटेड 11:16 PM IST
  • ভ্যাকসিন নিলে তবেই কেনা যাবে মদ! নির্দেশ উত্তরপ্রদেশে
  • যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে

'ভ্যাকসিন নাও, মদ কেনো।' এই নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের এটাওয়া জেলা প্রশাসন। সেই জেলার প্রতিটি মদের দোকানের বাইরে হিন্দিতে লেখা রয়েছে, 'যদি আপনার ভ্যাকসিনেশন হয়ে থাকে, তবেই আপনি মদ কিনতে পারবেন।' 

মদের দোকানগুলির বাইরে এই নির্দেশিকা ঝুলিয়ে দিয়েছেন সেখানকার এডিএম হেম কুমার সিং। আসলে কয়েকদিন আগেই বিষমদের জেরে আলিগড়ে ২৫ জন প্রাণ হারিয়েছেন। এটাওয়া জেলা প্রশাসনের দাবি, সেই থেকে শিক্ষা থেকেই সতর্ক প্রশাসন। 

ভ্যাকসিন নিলে তবেই কেনা যাবে মদ, নির্দেশিকা উত্তরপ্রদেশের এটাওয়া জেলা প্রশাসনের

হেম কুমার সিং প্রতিটি দোকানকেও নির্দেশ দিয়েছেন, ভ্যাকসিনেশন না হওয়া লোকজনকে যেন মদ বিক্রি করা না হয়। যাঁরা ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দেখাতে পারবেন, তাঁরাই মদ কিনতে পারবেন। মোদ্দা কথা হল, মদ কিনতে হলে দোকানে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট হাতে নিয়ে আসতে হবে। মদের দোকানের কর্মীরাও জানিয়েছেন, তাঁদের কাছে এই নির্দেশিকা এসেছে। 

তবে এটাওয়া জেলা আবগারি দফতরের তরফে জানানো হয়েছে, এমন কোনও নির্দেশিকা তাঁদের জানা নেই। আবগারি দফতরের এক আধিকারিক জানান, সরকারিভাবে এই নির্দেশিকা না থাকলেও জেলা প্রশাসন সাধারণ মানুষের স্বার্থে নো ভ্যাকসিন নো অ্য়ালকোহল প্রচার শুরু করেছে। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement