Exit Poll 2023: ত্রিপুরা-নাগাল্যান্ডে ফের BJP সরকার, মেঘালয়ে ত্রিশঙ্কু, জানুন নির্ভুল Exit Poll

Aajtak Bangla | কলকাতা | 28 Feb 2023, 1:45 AM IST

উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্যে বিধানসভার ভোটের ফলের দিকে দেশের পাশাপাশি তাকিয়ে বাংলাও। কারণ মেঘালয় ও ত্রিপুরায় প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় প্রচার করে এসেছেন। আবার তিন রাজ্যে কংগ্রেস এবং বিজেপিরও লড়াই। তা আরও তাৎপর্যপূর্ণ কারণ ২০২৪ সালে লোকসভা ভোট।

assembly election exit polls

উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্যে বিধানসভার ভোটের ফলের দিকে দেশের পাশাপাশি তাকিয়ে বাংলাও। কারণ মেঘালয় ও ত্রিপুরায় প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় প্রচার করে এসেছেন। আবার তিন রাজ্যে কংগ্রেস এবং বিজেপিরও লড়াই। তা আরও তাৎপর্যপূর্ণ কারণ ২০২৪ সালে লোকসভা ভোট। 

7:51 PM (2 years ago)

নাগাল্যান্ডে বিজেপি জোট সরকার

Posted by :- Subhankar Mitra

নাগাল্যান্ডের এক্সিট পোলের ফল বলছে, ফের সরকার গঠন করতে চলেছে।  এনডিপিপি ও বিজেপি জোট। বিরাট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে তারা। জোট পেতে পারে ৩৮ থেকে ৪৮ আসন, কংগ্রেস ১ থেকে ২, এনপিএফ ৩ থেকে ৪ আসন।

7:42 PM (2 years ago)

মেঘালয়ে ত্রিশঙ্কু বিধানসভা

Posted by :- Subhankar Mitra

মেঘালয়ের এক্সিট পোলের ইঙ্গিত, এবার কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এনপিপি ১৮ থেকে ২৪ আসন, বিজেপি ৪ থেকে ৮ আসন, কংগ্রেস ৬ থেকে ১২ আসন পেতে পারে। অর্থাৎ কেউ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।

7:19 PM (2 years ago)

তৃণমূল ক'টা আসন?

Posted by :- Subhankar Mitra

ত্রিপুরা নির্বাচনে বাম-কংগ্রেসের চেয়ে  ভালো করছে তৃণমূল। এক্সিট পোল অনুসারে, এই নির্বাচনে টিএমসি ৯ থেকে ১৬ আসন পেতে পারে। 

7:18 PM (2 years ago)

বাম-কংগ্রেসের কত আসন?

Posted by :- Subhankar Mitra

Aaj Tak-এর এক্সিট পোল অনুযায়ী, বাম-কংগ্রেস জোট ত্রিপুরা নির্বাচনে সরকার গঠনে ব্যর্থ হচ্ছে। তাদের খাতায় ৯ থেকে ১১টি আসন যাচ্ছে। 
 

7:17 PM (2 years ago)

ত্রিপুরায় ফের বিজেপি সরকার

Posted by :- Subhankar Mitra

Axis My India এবং Aaj Tak-এর এক্সিট পোল বলছে, ত্রিপুরায় সরকার গঠন করতে পারে বিজেপি। তারা পাচ্ছে ৩৬ থেকে ৪৫ আসন।

7:13 PM (2 years ago)

ত্রিপুরার ক্ষমতায় ফের বিজেপি

Posted by :- Subhankar Mitra

ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে নির্বাচনের ফলাফল ঘোষিত হবে ২ মার্চ। এবার বিধানসভা নির্বাচনে ৮১.১ শতাংশ ভোট পড়েছে। তার আগে বুথ ফেরত সমীক্ষায় বিজেপির ফের সরকার গড়ার ইঙ্গিত।