Advertisement

ইন্টারনেট-ফোন ব্যবহার করেন না অজিত দোভাল, নির্দেশ দেন কীভাবে?

দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কি সত্যিই ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন না? রবিবার সরাসরি এই প্রশ্নের উত্তর দিলেন অজিত দোভাল।

পারতপক্ষে ফোন, ইন্টারনেট ব্যবহার করেন না NSA অজিত দোভালপারতপক্ষে ফোন, ইন্টারনেট ব্যবহার করেন না NSA অজিত দোভাল
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Jan 2026,
  • अपडेटेड 6:45 PM IST
  • অজিত দোভাল কি সত্যিই ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন না?
  • রবিবার সরাসরি এই প্রশ্নের উত্তর দিলেন অজিত দোভাল।
  • তিনি জানান, ব্যক্তিগত দরকার ছাড়া তিনি ফোন ব্যবহারই করেন না।

দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  অজিত দোভাল কি সত্যিই ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন না? রবিবার সরাসরি এই প্রশ্নের উত্তর দিলেন অজিত দোভাল। রবিবার ‘বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ’-এ এই জল্পনার অবসান ঘটালেন তিনি নিজেই। তিনি জানান, ব্যক্তিগত দরকার ছাড়া তিনি ফোন ব্যবহারই করেন না।

‘বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ’-এ প্রাক্তন এই গোয়েন্দাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি সত্যিই মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করেন না? এই প্রশ্নের উত্তরেই দোভাল জানান, যে তিনি সত্যই ইন্টারনেট ব্যবহার করেননা। তিনি বলেন, "আমি পারিবারিক কাজ অথবা অন্য দেশের মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করি না। আমি আমার কাজ সেভাবেই পরিচালনা করি। যোগাযোগের আরও অনেক মাধ্যম আছে। কিছু অতিরিক্ত পদ্ধতির ব্যবস্থা করতে হয় যা সাধারণ মানুষ জানে না।"

কেরালা ক্যাডারের এই আইপিএস অফিসার তরুণ প্রজন্মকে এদিন জানান, "তোমরা ভাগ্যবান যে স্বাধীন ভারতে জন্মেছে। জানান, তাঁর জন্ম হয়েছিল ঔপনিবেশিক ভারতে। বলেন, “আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। অনেক অপমান সহ্য করেছেন তাঁরা। অনেককে ফাঁসিতে ঝোলানো হয়েছে। গ্রাম, সভ্যতা ধ্বংস করে দেওয়া হয়েছে।" সঙ্গে যোগ করেন, "আমাদের মন্দিরগুলি লুট করা হয়েছে। আমরা অসহায় ভাবে সে সব দেখেছি।"

আরও পড়ুন

তরুণ প্রজন্মের উদ্দেশে দোভাল জানান, দেশ গঠনে শুধু বর্ডারে নয়, আর্থিক ও সামাজিক ক্ষেত্রেও ভারতকে শক্তিশালী হতে হবে। ইতিহাসের ‘যন্ত্রণাদায়ক’ অধ্যায়গুলির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের ইতিহাসের প্রতিশোধ নিতে হবে। তবে প্রতিশোধ নেতিবাচক অর্থে নয়, বরং দেশকে এমন উচ্চতায় নিয়ে যেতে হবে যাতে কেউ আর আমাদের দমিয়ে রাখতে না পারে।’

উল্লেখ্য, কেরালা ক্যাডারের আইপিএস অফিসার দোভাল কর্মজীবনের একটা বড় অংশ গোয়েন্দা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী ভূমিকায় কাটিয়েছেন। তিনি বর্তমানে দেশের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
 

 

Read more!
Advertisement
Advertisement