Advertisement

Odisha: ঘুমন্ত অবস্থায় চোখে ফেভিকুইক! হাসপাতালে ৮ ছাত্র, বরখাস্ত  প্রধান শিক্ষক 

ওড়িশার কান্ধামাল জেলার ফিরিঙ্গিয়া ব্লকের সালাগুড়ার সেবাশ্রম স্কুলে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। হস্টেলে ঘুমন্ত অবস্থায় কিছু সহপাঠী ৮ জন ছাত্রের চোখে ফেভিকুইক লাগিয়ে দেয়। এর ফলে ছাত্রদের চোখ আটকে যায় এবং তারা গুরুতর সমস্যায় পড়ে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Sep 2025,
  • अपडेटेड 3:53 PM IST
  • ওড়িশার কান্ধামাল জেলার ফিরিঙ্গিয়া ব্লকের সালাগুড়ার সেবাশ্রম স্কুলে চাঞ্চল্যকর ঘটনা ঘটল।
  • হস্টেলে ঘুমন্ত অবস্থায় কিছু সহপাঠী ৮ জন ছাত্রের চোখে ফেভিকুইক লাগিয়ে দেয়।

ওড়িশার কান্ধামাল জেলার ফিরিঙ্গিয়া ব্লকের সালাগুড়ার সেবাশ্রম স্কুলে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। হস্টেলে ঘুমন্ত অবস্থায় কিছু সহপাঠী ৮ জন ছাত্রের চোখে ফেভিকুইক লাগিয়ে দেয়। এর ফলে ছাত্রদের চোখ আটকে যায় এবং তারা গুরুতর সমস্যায় পড়ে।

শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। চোখ আটকে যাওয়ায় ছাত্ররা চোখ খুলতে পারছিল না। প্রথমে তাদের গোচ্ছাপাড়া হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফুলবনী জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের মতে, আঠালো পদার্থের কারণে চোখের ক্ষতি হলেও সময়মতো চিকিৎসা হওয়ায় বড় বিপদ এড়ানো গিয়েছে। ইতিমধ্যেই একজনকে ছেড়ে দেওয়া হলেও আরও সাতজন চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন সাহুকে বরখাস্ত করেছে। জেলাশাসক সমগ্র ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়াও কান্ধমালের কল্যাণ কর্মকর্তা হাসপাতালে গিয়ে ছাত্রদের অবস্থা খতিয়ে দেখেছেন।

প্রশ্ন উঠছে, কীভাবে এমন ঘটনা হস্টেলের ভেতরে ঘটল এবং কেনই বা সহপাঠীরা ফেভিকিক ব্যবহার করল। এ বিষয়ে জেলা প্রশাসন বিস্তারিত তদন্ত শুরু করেছে।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement