করোনা ঝড় উঠেছে দেশের সব রাজ্যেই। সেই প্রেক্ষাপটে মাস্ক, সামাজিক দূরত্ব বিধি আরও কঠোর হচ্ছে। বাড়ির বাইরে মাস্ক পরা এখনও বাধ্যতামূলক দেশে। কিন্তু ডিউটিতে থাকা অবস্থায় মাস্ক না পরায় আইন রক্ষকের বিরুদ্ধেই আইনভঙ্গের অভিযোগ উঠল ওড়িশায়।
মঙ্গলবার অন ডিউটিতে থাকা ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে মাস্ক না পরার অপরাধে ২০০০ টাকা জরিমানা করল ওড়িশা পুলিশ। পুরীর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডঃ কানওয়ার বিশাল সিং বলেন, "যেই মুহুর্তে আমরা জানতে পেরেছি ঘটনাটি তখনই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আমাদের নিজেদের কনস্টেবলকেই জরিমানা করেছি।"
তিনি আরও বলেন, "মাস্ক না পরার অপরাধে ২ হাজার টাকা ফাইন করা হয়েছে। পুলিশের পাশাপাশি উনি একজন দায়িত্বসম্পন্ন নাগরিকও। তাই এটা ওঁর কর্তব্যের মধ্যে পড়ে। হয় মাস্ক পরতে হবে নয়তো জরিমানা দিতে হবে। বিকল্প কিছু নেই।"
ইন্ডিয়া টুডে'কে এসপি বলেন, "আমরা এই ঘটনার মাধ্যমে সকলকে এই বার্তাই দিতে চাই যে নিয়মের ক্ষেত্রে কাউকেই রেহাই দেওয়া হবে না। এটা মানুষের স্বাস্থ্যের বিষয়। আর এখন সেটাই আমাদের কাছে মুখ্য। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ১০ দিনের মাস্ক অভিযান শুরু করেছেন। সেটাই চলছে এখনও।"
অফিসার এও জানান যে এখনও পর্যন্ত এই 'মাস্ক অভিযানে'র আওতায় মোট ৫ হাজার ৯২৩ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ১৪ দিনের এই কর্মসূচী শুরু করেন। জগন্নাথ ধামকে করোনার হাত থেকে সুরক্ষিত রাখতে একাধিক বিধি নিষেধও জারি হয়েছে সেখানে।
নবীন পট্টনায়েক বলেন, "যদি আপনি নিজের জীবন সঠিকভাবে চালনা করতে চান তাহলে এখন থেকেই মাস্ক পরা অভ্যাস করুন।" টুইটারেও তিনি লেখেন, "আমি সবসময় মাস্ক পরছি, আর আপনি?"