Advertisement

Karnataka: কর্নাটকে 'অপারেশন পদ্ম'? 'MLA-দের ৫০ কোটি টাকা অফার,' গুরুতর অভিযোগ সিদ্দারামাইয়ার

তাহলে কি কর্নাটকে ভোটের আগেই সরকার পড়ে যাওয়ার আশঙ্কা প্রবল? এই প্রশ্নের উত্তরে সিদ্দারামাইয়া বলেন, 'সম্ভব নয়। আমাদের বিধায়করা ছেড়ে যাবে না। একজন বিধায়কও দল ছাড়বে না।'

Siddaramaiah
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 13 Apr 2024,
  • अपडेटेड 9:25 AM IST
  • ৫০ কোটি টাকা অফার করা হয়েছে
  • আমাদের বিধায়করা ছেড়ে যাবে না
  • কর্নাটকে বিজেপি-র দলীয় কোন্দল

কর্নাটকে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি। এমনই গুরুতর অভিযোগ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ইন্ডিয়া টুডে টিভি-র কনসাল্টিং এডিটর রাজদীপ সরদেশাইকে দেওয়া সাক্ষাত্‍কারে তাঁর অভিযোগ, বিজেপি 'অপারেশন পদ্ম' চালানোর চেষ্টা শুরু করে দিয়েছে। লোকসভা ভোটের আগেই কর্নাটকে সরকার ফেলে দেওয়ার মরিয়া চেষ্টা করছে বিজেপি।

৫০ কোটি টাকা অফার করা হয়েছে

সিদ্দারামাইয়ার দাবি, বিধায়কদের বিজেপি-তে যোগ দেওয়ার জন্য ৫০ কোটি টাকা অফার করা হয়েছে। তাঁর দাবি, লোকসভা ভোটে যদি কর্নাটকে কংগ্রেস হেরে যায়, তাহলে দল কল্যাপ্সড করে যাবে। সিদ্দারামাইয়ার কথায়, 'এক বছর ধরে আমার সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে ওরা (বিজেপি)। আমাদের বিধায়কদের ৫০ কোটি টাকা করে অফার করা হয়েছে।' 

আমাদের বিধায়করা ছেড়ে যাবে না

তাহলে কি কর্নাটকে ভোটের আগেই সরকার পড়ে যাওয়ার আশঙ্কা প্রবল? এই প্রশ্নের উত্তরে সিদ্দারামাইয়া বলেন, 'সম্ভব নয়। আমাদের বিধায়করা ছেড়ে যাবে না। একজন বিধায়কও দল ছাড়বে না।'

কর্নাটকে বিজেপি-র দলীয় কোন্দল

বস্তুত, কর্নাটকে সম্প্রতি বিজেপি-র দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছে। কয়েক দিন আগে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা বিদ্রোহী হয়ে জানান, দরকারে তিনি অন্য দলে যোগ দেবেন । তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনার জন্য তাঁকে দিল্লিতে ডেকে পাঠান। ঈশ্বরাপ্পা দিল্লি পৌঁছলে শাহ তাঁকে জানিয়ে দেন, তিনি দেখা করবেন না। ঈশ্বরাপ্পা যেন কর্নাটকে ফিরে যান। ঈশ্বরাপ্পা রাজ্যে ফিরে সাংবাদিক বৈঠক ডেকে এই আচরণের জন্য শাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরোক্ষে তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশই দিলেন। ঈশ্বরাপ্পা বলেন, এর পরে তিনি নির্দল প্রার্থী হিসাবে শিবমোগ্গা থেকে ভোটে জিতে দিল্লি যাবেন। তখন হয়তো কেন্দ্রীয় নেতারা তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement