পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে বড় পদক্ষেপ ভারতের। ‘অপারেশন সিঁদুর’ নামে কূটনৈতিক মিশনের আওতায় আজ থেকেই বিদেশ সফরে বেরোলেন ভারতের সর্বদলীয় সাংসদ প্রতিনিধিদল। বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীতে গিয়ে তারা তুলে ধরবেন পাকিস্তানের সন্ত্রাসে মদতের স্পষ্ট প্রমাণ।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালে দেখা যায়, তৃণমূলের সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা এবং সিপিআই(এম)-এর ডঃ জন ব্রিটাসকে, যাত্রার প্রস্তুতি নিতে।জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজই রওনা দিয়েছেন জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উদ্দেশে। আর শিবসেনা নেতা শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে দ্বিতীয় দল রাত ৯টায় উড়বে সংযুক্ত আরব আমিরশাহী ও কয়েকটি আফ্রিকান দেশের দিকে।
এর আগেই বিদেশ সচিব বিক্রম মিস্রি তিনটি প্রতিনিধিদলের সাংসদদের সঙ্গে বৈঠকে বিস্তারিত পরিকল্পনা ব্যাখ্যা করেন। সূত্রের খবর, সফররত এমপিরা সংশ্লিষ্ট দেশের সরকার ও প্রতিনিধিদের কাছে তুলে ধরবেন কীভাবে পাকিস্তান বছরের পর বছর ধরে ভারত এবং অন্যান্য দেশে জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দিচ্ছে।
সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস এই উদ্যোগকে আখ্যা দিলেন 'জন-কূটনৈতিক প্রচার' হিসেবে। তাঁর কথায়, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বের এখন একসঙ্গে দাঁড়ানো উচিত। ভারত সেই বার্তাই পৌঁছে দিতে চায়।'
সঞ্জয় ঝা বলেন, 'পাকিস্তানকে আর ছাড় দেওয়া যাবে না। যথেষ্ট হয়েছে। এবার গোটা বিশ্বকে জানাতে হবে—ওরা সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির অংশ বানিয়েছে। সিন্ধু জলচুক্তির মতো বিষয়েও আন্তর্জাতিক মহলকে আমাদের অবস্থান জানাতে হবে।'
আগামীকাল সকালে তামিলনাড়ুর সাংসদ কানিমোঝির নেতৃত্বে আরও একটি প্রতিনিধিদল রওনা দেবে অন্য গন্তব্যের উদ্দেশ্যে। জানা গেছে, সমস্ত প্রতিনিধিদলের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে বিস্তারিত ‘ডসিয়ার’, যেখানে নথিভুক্ত রয়েছে পাকিস্তানের সন্ত্রাসে মদতের একাধিক প্রমাণ ও বিশ্লেষণ। এই ডসিয়ার সংশ্লিষ্ট দেশের ভাষায় অনূদিত হবে এবং তা তুলে দেওয়া হবে সে দেশের সংসদ সদস্যদের হাতে।